বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন
Published: 17th, October 2025 GMT
মানবতার সেবায় নিবেদিত সংগঠন বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবারের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে ৯ম তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। ক্যাম্পিংটি সফলভাবে সম্পন্ন হয় চৌধুরী বাড়ি পারিবারিক মিলায়তন, ফতুল্লা, নারায়ণগঞ্জে।
আলহামদুলিল্লাহ, সকাল থেকেই এলাকাবাসীর ব্যাপক সাড়া ও অংশগ্রহণে মুখর ছিল ক্যাম্পিং স্থানটি। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলমান এই কর্মসূচিতে দিনব্যাপী ১ হাজার জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে, যা সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ক্যাম্পিংয়ের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে ছিলেন বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবারের সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে ক্যাম্পিংটি সফলভাবে সম্পন্ন করেন।
উক্ত কর্মসূচিতে সহযোগিতা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং প্রবাসে অবস্থানরত বন্ধন পরিবারের সদস্যবৃন্দ। প্রবাসী সদস্যরা বরাবরের মতো এবারও আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন, যা এই মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করেছে।
ক্যাম্পিং শেষে সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী বলেন, “আমরা ইতিমধ্যেই দেশের ৬৪ জেলায় সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের প্রতিটি জেলায় যত অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়াতে আমরা সর্বদা চেষ্টা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব।
জরুরি রক্তের প্রয়োজনে যখন একজন মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকে, তখনই বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবারের স্বেচ্ছাসেবী ডোনাররা মানবতার সেবায় এগিয়ে আসে।”
বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবার জানায়, এটি ছিল তাদের ৯ম তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং। সংগঠনটি শুরু থেকেই সমাজের অসহায় ও রক্তপ্রয়োজনে থাকা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেন, “রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বড় ইবাদত ও মানবতার সেবা। সমাজে এই বার্তা ছড়িয়ে দিতে বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল দ শ পর ব র র রক ত র স গঠন
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় না’গঞ্জ পূজা পরিষদের বিশেষ প্রার্থনা
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময়ে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পংকজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রনব পাল, সহ- সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি দুলাল দাস, রতন পোদ্দার, রতন রাউদ, গোপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, প্রচার সম্পাদক রিপন ঘোষ, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।