আজ টিভিতে যা দেখবেন (১৮ অক্টোবর ২০২৫)
Published: 18th, October 2025 GMT
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড–ইংল্যান্ড টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। রাতে লা লিগায় আছে বার্সেলোনার ম্যাচ।১ম ওয়ানডে
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১–৩০ মি., নাগরিক টিভি ও টি স্পোর্টস
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেট
পাকিস্তান–নিউজিল্যান্ড
বিকেল ৩–৩০ মি.
নটিংহাম–চেলসি
বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি–এভারটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্রিস্টাল প্যালেস–বোর্নমাউথ
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ফুলহাম–আর্সেনাল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
মাইনৎস–লেভারকুসেন
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
বায়ার্ন মিউনিখ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–জিরোনা
রাত ৮–১৫ মি., রাজধানী টিভি ও বিগিন অ্যাপ
আতলেতিকো মাদ্রিদ–ওসাসুনা
রাত ১টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ট র স প র টস স ল ক ট
এছাড়াও পড়ুন:
এআই ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন তিন ফাইভ-জি স্মার্টফোন বাজারে
দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিন ফাইভ-জি স্মার্টফোন এনেছে রিয়েলমি। রিয়েলমি ১৫ সিরিজের আওতায় বাজারে আসা ‘রিয়েলমি ১৫ ফাইভ–জি’, ‘রিয়েলমি ১৫ প্রো ফাইভ–জি’ ও ‘রিয়েলমি ১৫টি ফাইভ–জি’ মডেলের ফোনগুলোতে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ফোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৭ ইঞ্চি থেকে ৬ দশমিক ৮ ইঞ্চি পর্দার ফোনগুলোর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফলে বড় পর্দায় উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে গেম খেলা যায়। প্রতিটি মডেলেই শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।
আরও পড়ুনস্মার্টফোন শতভাগ চার্জ করা ভালো না খারাপ১৪ মার্চ ২০২৫শক্তিশালী ব্যাটারির পাশাপাশি মডেলভেদে ৬০ থেকে ৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনগুলো। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনগুলোতে মডেলভেদে ৮ ও ১২ গিগাবাইট র্যাম রয়েছে। ফোনগুলোতে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা থাকায় বৃষ্টির পানিতে নষ্ট হয় না। এমনকি ধুলাও জমে না।
আরও পড়ুনস্মার্টফোন ধীরগতির? অনুসরণ করুন এই পাঁচ উপায়১৯ জুলাই ২০২৫শক্তিশালী কুলিং প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় গেম বা ভিডিও চালু থাকলেও ব্যাটারি বেশি গরম হয় না ফোনগুলোর। ফলে দীর্ঘদিন স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে। রিয়েলমি ১৫টি ফাইভ–জি, রিয়েলমি ১৫ ফাইভ–জি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভ–জি মডেলের ফোনগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৩২ হাজার ৯৯৯ টাকা, ৪৪ হাজার ৯৯৯ টাকা ও ৫৯ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুনস্মার্টফোনের তথ্য নিরাপদ রাখতে এই পাঁচ পদ্ধতি ব্যবহার করছেন তো১০ মে ২০২৫