দেশে পরিবেশবান্ধব মোবাইল টাওয়ার বসাল ইডটকো
Published: 20th, October 2025 GMT
বাংলাদেশে প্রথমবারের মতো ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) দিয়ে তৈরি পরিবেশবান্ধব মোবাইল টাওয়ার স্থাপন করেছে অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান ইডটকো। গোপালগঞ্জে স্থাপিত টাওয়ারটি প্রচলিত স্টিলের তুলনায় হালকা, টেকসই এবং অধিক পরিবেশবান্ধব। শুধু তা–ই নয়, দ্রুত স্থাপনযোগ্য টাওয়ারটি প্রতিকূল পরিবেশেও দীর্ঘদিন কাজ করতে পারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইডটকো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় এফআরপি টাওয়ারটি স্থাপন করা হয়েছে। এ ধরনের টাওয়ার তুলনামূলক হালকা হওয়ায় মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যেই স্থাপন করা যায়। ফলে দ্রুত সেবা চালু করা সম্ভব। এ বিষয়ে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক বলেন, ‘এফআরপি টাওয়ারটি শুধু একটি অবকাঠামোগত মাইলফলক নয়, এটি একটি টেকসই, ভবিষ্যৎ টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’
স্টিলের তৈরি প্রচলিত টাওয়ার দ্রুত ক্ষয় হলেও এফআরপি টাওয়ারে মরিচা ধরে না। ফলে উপকূলীয়, আর্দ্র ও শিল্প এলাকাতে এফআরপি টাওয়ার দীর্ঘদিন কার্যক্রম থাকে। বারবার রং করা বা মরিচা প্রতিরোধী প্রলেপ দেওয়ার প্রয়োজন না হওয়ায় এই টাওয়ারের রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম হয়।
সারা দেশে মোবাইল ডেটার চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দ্রুত টেকসই নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে এফআরপি টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইডটকো। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এফআরপি টাওয়ার স্থাপন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব শ
এছাড়াও পড়ুন:
নেটওয়ার্ক সেবার মান বাড়াতে গ্রামীণফোন–টেলিটক–ইডটকো চুক্তি
টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করতে এবং নেটওয়ার্ক সেবার মান বাড়াতে দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে তিনটি কোম্পানির মধ্যে সম্প্রতি একটি অবকাঠামো শেয়ারিং চুক্তি সই হয়েছে।
আজ রোববার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা দেবে ইডটকো। এতে তারা সারা দেশে নেটওয়ার্কের আওতা প্রসারিত করতে পারবে। পাশাপাশি একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণসহ কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে এবং সেবা সহজলভ্য হবে।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, এই সহযোগিতা সারা দেশে নেটওয়ার্ক কাভারেজ আরও শক্তিশালী করতে এবং সেবার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে আরও দক্ষভাবে দ্রুত শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান সম্ভব হবে।
টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, টেলিটকের দক্ষতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করতে সক্ষমতা বাড়াবে এই সহযোগিতা।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে এই চুক্তি আরও জোরালো ভূমিকা পালন করবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক এ চুক্তিতে সই করেছেন। এ সময় প্রতিষ্ঠান তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।