ছিল না মেট্রোরেল, ওঠা যাচ্ছিল না বাসে; আগারগাঁও থেকে হেঁটে, ভ্যানে, পিকআপ ভ্যানে দুর্ভোগের যাত্রা
Published: 27th, October 2025 GMT
ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান মিরপুরের শেওড়াপাড়া থেকে মেট্রোরেলে করে আগারগাঁও স্টেশনে নেমেছেন। যাবেন মতিঝিলে। প্রায় ৪০ মিনিট ধরে আগারগাঁও বাসস্টেশনে অপেক্ষা করেও কোনো গাড়ি পাচ্ছিলেন না।
আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাবলিক ট্রান্সপোর্ট নেই। অতিরিক্ত ভাড়া দিতে চাইলাম, তার পরও সিএনজি যেতে রাজি হলো না। ইতিমধ্যে অফিসে ঢোকার সময় পেরিয়ে গেছে। আর কিছু সময় গেলে হয়তো আজ অফিসেই যাওয়া হবে না। ছুটি নিতে হবে। কিছুই পাচ্ছি না, কী করব?’
মেট্রোরেল না চলায় রোদের মধ্যে হেঁটেই চলা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার আগারগাঁওয়ে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কমিশন নিজস্ব বিবেচনায় অন্য কোনো প্রতীক বরাদ্দের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও তিনি জানান।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীক বিষয়ে নির্বাচন কমিশন এরইমধ্যে তার অবস্থান স্পষ্ট করেছে। এখন পর্যন্ত এনসিপি কিংবা অন্য কোনো পক্ষ থেকে বিকল্প প্রস্তাব আসেনি। ফলে কমিশনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।”
আরপিও (নির্বাচন আইন) সংশোধনের প্রক্রিয়া নিয়ে সচিব বলেন, “আরপিওতে পরিবর্তনের আগে আমরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিরোধপূর্ণ বিষয় উঠে আসেনি, তাই অনুমান নির্ভর মন্তব্য করা অনুচিত।”
তিনি আরও বলেন, “কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে— যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে।”
গণভোটের বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, “নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো গণভোট সম্পর্কিত তথ্য আসেনি। তাই অনুমানভিত্তিক কোনো মন্তব্য করা উচিত নয়। যে বিষয়টি কমিশনে আনুষ্ঠানিকভাবে আসেনি, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।”
ঢাকা/এএএম/ইভা