মেট্রোরেল পুরোদমে চালু হতে পারে দুপুর নাগাদ
Published: 27th, October 2025 GMT
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চালু হতে পারে আজ সোমবার বেলা ১১টার দিকে।
এর মধ্যে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টার দিকে পুরোদমে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছে, সেখানে তা আজ সকালে নতুন করে লাগানো হয়েছে। এরপরই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। খুব তাড়াতাড়ি পুরোদমে চালাতে পারব বলে আশা রাখি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ
বরেণ্য মার্কিন অভিনেত্রী জুন লকহার্ট মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে জুন লকহার্টের। অভিনেত্রীর মৃত্যুর সময়ে পাশেই ছিলেন তার কন্যা জুন এলিজাবেথ, নাতনি ক্রিস্টিয়ানা।
আরো পড়ুন:
নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডো
সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?
১৯২৫ সালের ২৫ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে জন্মগ্রহণ করেন জুন লকহার্ট। কানাডিয়ান-আমেরিকা অভিনেতা জিন লকহার্ট ও ইংলিশ অভিনেত্রী ক্যাথলিন দম্পতির একমাত্র কন্যা জুন লকহার্ট।
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে প্রথম মঞ্চে উঠেন জুন। ১৯৪৭ সালে ২২ বছর বয়সে ‘ফর লাভ অর মানি’ নাটকে অভিনয় করেন। এ নাটকে অভিনয়ের জন্য ‘সেরা নবাগত অভিনেত্রী’ হিসেবে টনি পুরস্কার লাভ করেন। তার এই পারফরম্যান্সের জন্য ‘থিয়েটার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পান জুন।
জুন লকহার্ট ১৩ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয়। ১৯৩৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আ ক্রিসমাস ক্যারল’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করে তিনি। দুই বছর বিরতি নিয়ে ফের ‘অল দিস, অ্যান্ড হ্যাভেন টু’ সিনেমায় অভিনয় করেন। পরের বছর আরো দুটো সিনেমায় অভিনয় করেন জুন। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নানা রূপে প্রমান করেছেন এই অভিনেত্রী।
১৯৫৮ সালে, ‘ল্যাসি’ সিরিজের পঞ্চম মৌসুমের শুরুতে জুন লকহার্ট ক্লোরিস লিচম্যানের জায়গায় ‘রুথ মার্টিন’ এর ভূমিকায় অভিনয় শুরু করেন জুন। এ চরিত্র টিভি ইতিহাসের সবচেয়ে প্রিয় মাতৃত্বপূর্ণ চরিত্রের একটিতে রূপ দেন জুন। ১৯৬৫ সালে ‘লস্ট ইন স্পেস’ সিরিজে অভিনয় করেন। এতে একজন স্ত্রী, মা ও মহাকাশ অভিযাত্রীর চরিত্র রূপায়ন করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় টিভি ধারাবাহিক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
১৯৫১ সালে জন এফ. ম্যালোনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুন লকহার্ট। এ সংসারে জন্মগ্রহণ করে দুই কন্যা—অ্যান ক্যাথলিন ও জুন এলিজাবেথ। ১৯৫৯ সালে ভেঙে যায় এ দম্পতির সংসার। একই বছর জন লিন্ডসের সঙ্গে সংসার বাঁধেন জুন লকহার্ট। ১৯৭০ সালে এ সংসারও ভেঙে যায়। এরপর আর কখনো বিয়ে করেননি বরেণ্য এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত