ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটন চলছেই। শনিবার রাতে চেলসি ২-১ গোলে হেরেছিল সান্ডারল্যান্ডের কাছে। আর লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ব্রেন্টফোর্ড।

আজ রোববার (২৬ অক্টোবর) রাতে ম্যানচেস্টার সিটিও অঘটনের শিকার হয়েছে। তাদের ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিলার ম্যাটি ক্যাশ। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা।

আরো পড়ুন:

ফার্গুসন-ওয়েঙ্গারের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে গার্দিওলার ইতিহাস

হালান্ডের জোড়া গোলের পরও ম্যানিসিটির নাটকীয় ড্র

এই হারে ৯ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যানসিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৬ পয়েন্টে। অন্যদিকে অ্যাস্টন ভিলা ১৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থান থেকে উঠে এসেছে সপ্তম স্থানে।

এটা ছিল ভিলার টানা চতুর্থ জয়। অন্যদিকে ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে টানা তৃতীয় জয়। এই ম্যাচে কেবল ম্যানসিটি জয় পায়নি তেমন না, আরলিং হালান্ডও এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় দ্বিতীয়বার গোল করতে ব্যর্থ হয়েছেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

এক পায়ে নেচে নতুন কুঁড়ির সেরা দশে জায়গা করে নিয়েছে নওরিন

একটাই পা। সেই পায়ে ছোট্ট নওরিন যখন মঞ্চজুড়ে নাচে, এপাশ থেকে ওপাশে ছুটে যায়, মায়ের বড় ভয় করে। যদি ছিটকে পড়ে, যদি কোনো অঘটন ঘটে। কিন্তু এখনো কোনো অঘটন তাকে স্পর্শ করেনি। অদম্য ইচ্ছা আর স্বপ্ন দেখার সাহস যেন পুরো মঞ্চটাই নওরিনের নিয়ন্ত্রণে এনে দিয়েছে।

মেয়েটা এভাবে এক পায়ে মঞ্চে নাচবে, সবাইকে তাক লাগিয়ে দেবে, মানুষ তাকে চিনবে, সবাই উৎসাহ দেবে, এমনটা কখনো ভাবেননি মা আছমা বেগম। তবে নওরিনের মনে মনে সেই ইচ্ছা ছিল। তাই মুঠোফোন দেখে দেখে সে নাচ শিখেছে। তবে সেটা ছিল নিতান্তই শখের শেখা। কিন্তু শহরের একটি আয়োজনে এক তরুণ নৃত্য প্রশিক্ষকের চোখে পড়ে তার নাচ।

হাসিমুখে মেয়ের শুরুর দিকের গল্পটা যখন বলছিলেন আছমা বেগম, তখন পাশে মেয়ে নুরফিজা হক নওরিন আর সেই নৃত্য প্রশিক্ষক দৃষ্টি তালুকদার।

২২ অক্টোবর রাত আটটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের শান্তিবাগ রোডে নওরিনদের বাসায় যখন পৌঁছাই, তখন দরজার ওপাশ থেকে ভেসে আসছিল গানের আওয়াজ। নওরিনের প্রশিক্ষণ চলছে। বিকেলেই বার্তা পেয়েছেন, শুক্রবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে। তাই প্রস্তুতি চলছে। এক পায়ে নেচে সাধারণ নৃত্য ‘ক’ গ্রুপে জেলা ও বিভাগীয় পর্যায় পার হয়ে জাতীয় পর্যায়ে সেরা দশে স্থান করে নিয়েছে নওরিন। ১০ জনের মধ্যে পেয়েছে সর্বোচ্চ নম্বর। এখন সেরা তিনে থাকার লড়াই। বৃহস্পতিবার সকালে ঢাকায় রওনা হবে। ২৪ থেকে ২৯ অক্টোবর ঢাকায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।

কখনো ক্রাচে ভর করে, কখনো এক পায়েই লাফিয়ে লাফিয়ে হাঁটাচলা করে নওরিন

সম্পর্কিত নিবন্ধ

  • এক পায়ে নেচে নতুন কুঁড়ির সেরা দশে জায়গা করে নিয়েছে নওরিন