ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ
Published: 11th, November 2025 GMT
রাজধানীর ধানমন্ডির ১১/এ সড়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক প্রথম আলোকে বলেন, দুজন মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। কাউকে শনাক্ত করা যায়নি। কেউ হতাহত হয়নি।
এ ছাড়া ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রাত পৌনে আটটার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন ফরিদপুর সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা এবং ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ।
এ বিষয়ে জিসানুল হক বলেন, মিছিলের প্রস্তুতির সময় তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ধ নমন ড
এছাড়াও পড়ুন:
টেলিভিশনে ভোজ্যতেল উদ্ধারের নাটক প্রচার করা হয়: বাণিজ্য উপদেষ্টা
টেলিভিশনে ভোজ্যতেল উদ্ধারের নাটক প্রচার করা হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এ নাটক প্রচারের পর সারা দেশে মানুষ বাহ্বা দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখানো হয় যে মুদিদোকানদারই সব কারসাজি করেছেন। আর কারও দায় নেই।
আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। বৈঠকে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং ভোজ্যতেলের ডিও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সে পদক্ষেপ কার পক্ষে আর কার বিপক্ষে যাবে, সেটা দেখা হবে না। প্রচলিত রীতিতে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয় এবং এসব অভিযান খুব একটা সফল হয় না বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘যেকোনো পণ্যের সরবরাহশৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি, খুচরা বিক্রেতাসহ সবাইকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে হবে। তেলের বাজার অস্থির করার পেছনে মিলমালিকেরা অথবা ডিও ব্যবসায়ীরা অথবা উভয় পক্ষই জড়িত থাকতে পারে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ‘আমরা প্রকৃত দোষীদের শনাক্ত করতে চাই। ব্যবসা-বাণিজ্য সংকীর্ণ করা নয়, বরং ভোক্তার স্বার্থে কাজ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ। সেটা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই। ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না। ছোট্ট একজন দোকানদার ৫০০ বোতল তেল খাটের নিচে লুকিয়ে রেখে বাজার অস্থির করবেন, এটা আমার মনে হয় ঠিক না। ’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। আপনি ও আমি দিন শেষে ভোক্তা। খুব স্বাভাবিকভাবেই আমি ও আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করব। দেশের মানুষের যেটা প্রয়োজন, সেটাই করব। সে কাজে আপনারা সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষের পাশে থাকবেন, সে প্রত্যাশা করি।’
এদিকে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিলমালিকদের কাছ থেকে সময়মতো পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান।