আমার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল
Published: 11th, November 2025 GMT
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি খবর বিষয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, “আজ ১১ নভেম্বর ২০২৫, বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোন মামলা হলে আমরা তুলে নিবো। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোন বক্তব্য প্রদান করিনি।”
দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।
ঢাকা/হিমেল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: নিপুন রায়
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করাই আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
আজ (১১ নভেম্বর) মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
নিপুন রায় বলেন, “দেশের জনগণ গত ১৬ বছর ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা আন্দোলনের মাধ্যমে জনগণের সেই মৌলিক ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারলেই গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে।’’
“আমরা চাই, দেশের জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে। গণতন্ত্র মানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার নিশ্চিত করা,’’ বলেন তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান নাসের, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।
ঢাকা/শিপন//