পুরান ঢাকায় আলোচিত তারিক সাইফ মামুন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই পেশাদার শুটার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। ঢাকার একটি ডিবি টিম তাদের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে ঢাকা নিয়ে যায়।”

আরো পড়ুন:

সুড়ঙ্গে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন: ডিএমপি কমিশনার

তবে কুমিল্লা জেলা পুলিশ সুপার নজির আহমেদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে জানতে পারলে আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে।”

সূত্র জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে।

স্বজনরা জানান, মামুন পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এর ২ বছর আগে তেজগাঁও এলাকাতেও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।

পুলিশ জানায়, মামুন ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘ইমন–মামুন গ্রুপ’ এর প্রধানদের একজন। এক সময় তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইমন–মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান সামী বলেন, “নিহত মামুন হচ্ছেন ইমন-মামুন গ্রুপের মামুন। পুলিশের খাতায় তিনি একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।”

ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সকাল ১০টা ৫৩ মিনিটে মামুন আদালত থেকে হেঁটে এসে ন্যাশনাল হাসপাতালের গেটের দিকে যাচ্ছিলেন। তখনই দুই অস্ত্রধারী এগিয়ে এসে খুব কাছ থেকে গুলি চালায়।

দুজনেরই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই তারা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষ আতঙ্কে দৌড়াতে থাকে, তবে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা প্রথমে নির্বিকার ছিলেন।

আরেক ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ মামুন হাসপাতাল গেট পার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এক ব্যক্তি চিৎকার করে বলেন, “ডাক্তার ডাকেন, তাড়াতাড়ি ডাক্তার আনেন!” এরপর ট্রলিতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার সময়ই মামুন মারা গিয়েছিলেন। পরে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.

ফারুক জানান, দুপুর ১২টার পর মামুনের মরদেহ হাসপাতালে পৌঁছায়।
 

ঢাকা/রুবেল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সন ত র স

এছাড়াও পড়ুন:

উখিয়ায় মার্কেটে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় একরাম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

ময়মনসিংহে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

স্থানীয়দের বরাতে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, দুপুরে হঠাৎ মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত দুটি ইউনিট এবং কক্সবাজার স্টেশন থেকে আরো একটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন বলেন, “দগ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পের বিজয়ের এক বছরের মধ্যেই সবখানে প্রতিরোধ
  • সিরিয়ার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
  • দিল্লি বিস্ফোরণ নিয়ে অতীতের মতো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কেন দায়ী করছে না মোদি সরকার
  • বিরামপুর রেলস্টেশনে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর সন্তান প্রসব
  • বিয়ে করেছেন প্রিয়াঙ্কা জামান
  • সন্তকবি রবিদাসের ‘বেগমপুরা’ শহর
  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার: ধর্ম মন্ত্রণালয়
  • চীনের তিয়ানগং স্টেশনে যাবেন পাকিস্তানি মহাকাশচারী
  • উখিয়ায় মার্কেটে আগুন, দগ্ধ একজনের মৃত্যু