ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে শেষ পর্যন্ত মার্কিন সিনেট একটি গুরুত্বপূর্ণ তহবিল বিল পাস করেছে। সোমবার গভীর রাতে বিলটি ৬০-৪০ ভোটে পাস হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আটজন ডেমোক্র্যাট সদস্য দলের বাইরে গিয়ে বিলটির পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি কার্যকর করার আগে প্রতিনিধি পরিষদকে এখন বিলটি পাস করতে হবে। ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এটি করতে ইচ্ছুক।

ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ​​ম্যাগি হাসান, টিম কেইন, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে বেরিয়ে এসে তহবিল বিলের পক্ষে ভোট দিয়েছেন। শুধুমাত্র একজন সিনেট রিপাবলিকান - কেন্টাকির র‍্যান্ড পল - এর বিপক্ষে ভোট দিয়েছেন।

বিলটি পাসের ঘোষণাটি মূলত খালি ঘরে করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেটররা উল্লাস ও করতালি দিয়েছিলেন।

বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, বিলটি পাস হওয়ার পর বলেছেন, “আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি, আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ফেডারেল কর্মচারীরা.

.. এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।”

তহবিল বিলের বিরোধিতার কারণ হিসেবে ডেমোক্র্যাট পার্টির নেতারা বলেছিলেন, লাখ লাখ আমেরিকানকে স্বাস্থ্য বীমার জন্য অর্থ প্রদানে সহায়তা করে এমন ভর্তুকিগুলোর বিষয়ে আলোচনা না করা পর্যন্ত তারা সরকারি কার্যক্রমের জন্য নতুন তহবিলকে সমর্থন করবেন না। তাদের এই বিরোধিতার কারণে অক্টোবর থেকে অনেক সরকারি পরিষেবা স্থগিত করা হয়েছে এবং প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বেতন ছাড়াই কাজ করছেন। এই বন্ধের ফলে বিভিন্ন পরিষেবার উপর ব্যাপক প্রভাব পড়েছে, যার মধ্যে রয়েছে ৪ কোটি ১০ লাখ নিম্ন আয়ের আমেরিকানদের জন্য মার্কিন বিমান ভ্রমণ এবং খাদ্য সুবিধা।

এয়ারলাইন ট্র্যাফিক ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যারের মতে, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। কমপক্ষে ৯ হাজার  ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র তহব ল

এছাড়াও পড়ুন:

ববি প্রেসক্লাবের দায়িত্বে আরিফ ও উবাইদা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিন পত্রিকার ববি প্রতিনিধি আরিফ হোসাইন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা মো. আবু উবাইদা।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এবং সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে (কণ্ঠভোট) আগামী ১ বছরের জন্য (২০২৫-২৬) ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।

আরো পড়ুন:

ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়: আবাসন-পরিবহনে ভোগান্তি চরমে, বাড়ছে শুধু বিভাগ

ববি প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস রিলিজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নওরিন নুর তিষা, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক সিয়াম, গ্রন্থগার সম্পাদক শিমু আক্তার।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আব্দুল কাদের জীবন ও তাহসিন সারাকে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফ হোসাইন বলেন, “অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জন সকলের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পাশে থাকব।”

ঢাকা/সাইফুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ