এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।  

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এডিবি সদর দপ্তরের সিনিয়র ডিরেক্টর তারিক এইচ.

নিয়াজি এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।

বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের কৃষিজমি সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশে প্রতিবছর প্রায় এক শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি এডিবিকে কৃষিজমির মানচিত্র প্রণয়নে এবং ভূমি ব্যবস্থাপনা জোরদারে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান, যাতে টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যায়।

তারিক এইচ. নিয়াজি বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করে জানান, জলবায়ু সহনশীল উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে অতিরিক্ত অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে এডিবি প্রস্তুত। 

হো ইউন জিয়ং জানান, বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণে এডিবির চলমান উদ্যোগ অব্যাহত রয়েছে এবং আগামী সপ্তাহে মার্কেট ডেভেলপমেন্ট অফিসের একটি মিশন ঢাকা সফর করে সম্ভাব্য সহযোগিতার দিক নিয়ে আলোচনা করবে।
বৈঠকে উভয় পক্ষ দ্রুত বাস্তবায়নযোগ্য নদী পুনরুদ্ধার, পানি ব্যবস্থাপনা ও স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন সম্পর্কিত পাইলট প্রকল্পসমূহ এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।

ঢাকা/এএএম//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জলব য

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসান (৩৬) ও একই থানার নবীগঞ্জ রুপনগর এলাকার কিতাব আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (২৮) এ ছাড়াও বন্দর থানার মুরাদপুর এলাকার ফজলুল হক ভূঁইয়ার ছেলে চোর ফয়সাল আহাম্মেদ (৩০)। ধৃত ৩ জনের মধ্যে সুমন ও হাসানকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃত ফয়সালকে বন্দর থানার দায়েরকৃত ২(৯)২৫ নং  মোটরসাইকেল চুরি মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর)  দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।  এর আগে গত সোমবার (১০ নভেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ