বন্দরে যুবলীগ কর্মী হৃদয় গ্রেপ্তার
Published: 11th, November 2025 GMT
বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে মেহেদী হাসান হৃদয় (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ কর্মী মেহেদী হাসান হৃদয় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলা এলাকার মাকসুদুল হক মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১০ নভেম্বর) রাতে বন্দর থানার লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয়সহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বল গ
এছাড়াও পড়ুন:
অন্তত ২০ আরোহী নিয়ে তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত
আজারবাইজান থেকে উড্ডয়নের পর কমপক্ষে ২০ আরোহী নিয়ে একটি তুর্কি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।
কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
আজারবাইজান সীমান্তের কাছে ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক ভিডিওতে দেখা গেছে যে, ঘাসের টিলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাতুর টুকরো ছড়িয়ে আছে, বিমানের কিছু অংশ এখনো জ্বলছে এবং কালো ধোঁয়া পরিষ্কার আকাশে উঠছে। কাছাকাছি দমকল বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানটি মাটির দিকে নেমে আসছে এবং তারপর বিস্ফোরিত হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই ফুটেজটি যাচাই করতে পারেনি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তার অফিস এবং মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়। এছাড়া নিহতের সংখ্যা এখনো স্পষ্ট করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটিতে তুর্কি এবং আজারবাইজানি সামরিক কর্মীরা ছিলেন।
ঢাকা/শাহেদ