চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে জিপিএ ও আসন
Published: 11th, November 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা (ওয়ার্ড কোটা) বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-র মান ০.৫০ পয়েন্ট এবং শতাধিক আসন থাকা বিভাগগুলোতে সর্বোচ্চ ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.
আরো পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
রাবি আইন অনুষদে ভর্তির জন্য দিতে হবে লিখিত পরীক্ষা
এর আগে, গত ৯ নভেম্বর উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় আবেদন ও আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যাতে অধিক শিক্ষার্থী সুযোগ পায়।”
তিনি বলেন, “প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০০ আসন থাকবে, ধীরে ধীরে তা ৮০টিতে নামিয়ে আনা হবে। এছাড়া, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।”
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন করেন। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার অনলাইন শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপ-ইউনিটগুলোর মধ্যে– ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি-১’ ইউনিটের পরীক্ষা ৭ জানুয়ারি এবং ‘বি-২’ ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রতিবারের ন্যায় এবারও চবির বাহিরে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ত ইউন ট র পর ক ষ
এছাড়াও পড়ুন:
আন্দোলনকারীদের নিবৃত্ত করলেন নাসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে সিটি কর্পোরেশনে যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মীরা। দুপুরে এমন দাবি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয় কয়েকশ’ কর্মী।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে জড়িতদের খবর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগ দিতে বলেন। পরে আন্দোলনকারীরা সকলেই সিটি কর্পোরেশন ভবনে এসে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন।
এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পাওয়া এ ভালবাসার কথা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অন্যতম প্রাপ্তি। কিন্তু আমরা সরকারী কর্মকর্তাদের নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। চাকরি জীবনে বদলি একটা নিয়মিত প্রক্রিয়া। এটাকে মেনে নিতেই হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমরা সকলেই কাজে ফিরে যাও। এটাই হবে আমার প্রতি তোমাদের দেখানো আসল ভালবাসা।
এসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্রাট হোসেন বলেন, উনি (সিইও) একজন মানবিক কর্মকর্তা। আমাদের মাথার উপরে ছায়ার মতো রয়েছেন। সিটি কর্পোরেশনে যখন হামলা হয় তখন তিনি আমাদের নিরাপদে আগলে রেখেছেন। আমরা চাই সরকার তা বদলীর আদেশ পুনর্বিবেচনা করুক।
আন্দোলনের অন্যতম আয়শা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলাম। কিন্তু স্যারের (সিইও) অনুরোধে স্থগিত করে চলে এসেছি।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলী হয়েছেন।