দাফন করে ফেরার পথে স্বজনদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
Published: 3rd, May 2025 GMT
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হামলায় নিহত সানা মাঝির (৪২) লাশ দাফন করে ফেরার পথে স্বজনদের লক্ষ্য করে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ শনিবার বিকেলে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সানা মাঝি হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু মাঝির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এর আগে গত বৃহস্পতিবার রাতে পূর্ববিরোধের জেরে সানা মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সেদিন দিবাগত রাত তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সানা মাঝির বাড়ি মধ্য মাকহাটি গ্রামে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন সানা মাঝির ভাই আসাদ মাঝি।
এলাকাবাসী জানান, শনিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে সানা মাঝির লাশ মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে মধ্য মাকাহাটি গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয়। বেলা তিনটার দিকে গোরস্থান থেকে ফেরার সময় নিহতের স্বজন ও উপস্থিত লোকজনকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের ভাই আসাদ মাঝির দাবি, বাবু মাঝির লোকজন তাঁদের লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল ছুড়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহতের স্বজনেরা লাশ দাফন শেষে গোরস্থান থেকে ফিরছিলেন। তখন পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে শুনেছেন। স্বজনদের অভিযোগ, সানা মাঝির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ওই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ এলাকায় গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুনমুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা০২ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাফন করে ফেরার পথে স্বজনদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হামলায় নিহত সানা মাঝির (৪২) লাশ দাফন করে ফেরার পথে স্বজনদের লক্ষ্য করে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ শনিবার বিকেলে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সানা মাঝি হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু মাঝির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এর আগে গত বৃহস্পতিবার রাতে পূর্ববিরোধের জেরে সানা মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সেদিন দিবাগত রাত তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সানা মাঝির বাড়ি মধ্য মাকহাটি গ্রামে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন সানা মাঝির ভাই আসাদ মাঝি।
এলাকাবাসী জানান, শনিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে সানা মাঝির লাশ মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে মধ্য মাকাহাটি গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয়। বেলা তিনটার দিকে গোরস্থান থেকে ফেরার সময় নিহতের স্বজন ও উপস্থিত লোকজনকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের ভাই আসাদ মাঝির দাবি, বাবু মাঝির লোকজন তাঁদের লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল ছুড়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহতের স্বজনেরা লাশ দাফন শেষে গোরস্থান থেকে ফিরছিলেন। তখন পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে শুনেছেন। স্বজনদের অভিযোগ, সানা মাঝির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ওই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ এলাকায় গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুনমুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা০২ মে ২০২৫