টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক ঠিকাদার‌কে হাতু‌ড়ি দি‌য়ে পেটা‌নোর অ‌ভি‌যোগ উঠে‌ছে বিএন‌পি নেতার বিরু‌দ্ধে। রবিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিয়েছেন।

অ‌ভিযুক্ত বিএন‌পি নেতার নাম লাল মামুদ খান ওরফে লাল খা। তিনি পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক। এ বিষয়ে জানতে তাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

আরো পড়ুন:

চুরির অভিযোগে দুই কিশোরের মাকে ‘নাকে খত’ দেওয়ালেন বিএনপি নেতা

দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার জেলা আ.

লীগ নেতা 

আহত ঠিকাদারের নাম ফারুক হোসেন। তিনি ভূঞাপুর পৌরসভার বামনহাটা প‌শ্চিমপাড়া গ্রা‌মের আব্দুল হা‌মিদের ছে‌লে। 

আহত ঠিকাদারের ভাই মেহেদী হাসান জানান, ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের অধীন চার‌টি ডাস্ট‌বিন নির্মাণের কাজ পে‌য়ে‌ছে তার ভাই ফারুক। সেই কা‌জের জন্য বিএনপি নেতা লাল খা ৬ লাখ টাকা চাঁদা দাবি ক‌রেন। টাকা দি‌তে অস্বীকার করায় হাতু‌ড়ি দি‌য়ে তার ভাইকে লাল খা পিটিয়ে আহত করেন। এসময় ভাইয়ের কা‌ছে থাকা ৬ লাখ টাকা লুট ক‌রেন তিনি। পরে স্থানীয়রা ফারুককে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে ভ‌র্তি ক‌রেন। এ ঘটনায় থানায় অ‌ভি‌যোগ দেওয়া হয়েছে। 

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, “থানায় অ‌ভি‌যোগ দি‌য়েছেন ভুক্ত‌ভোগী। সুষ্ঠু তদ‌ন্তের মাধ্যমে অপরাধীর বিচার হ‌বে। অভিযুক্ত নেতার (লাল খা) বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে পৌর ক‌মি‌টি‌কে জানানো হ‌য়ে‌ছে।” 

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ব এনপ অভ য গ ব এনপ

এছাড়াও পড়ুন:

ঢাকার ৩৩ খাল দখলমুক্ত ও সবুজায়নে স্বেচ্ছাসেবক নিয়োগ

ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল ও দূষণ মুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন ও জীববৈচিত্র পুনরুদ্ধারের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার এসব খাল ও লেকের দুই পাড়ে বৃক্ষরোপন কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্তকরণ সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৯টি খালের পাশাপাশি রাজউকের আওতাধীন লেকগুলোতে এবং ঢাকা দক্ষিণের ৪টি খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের কাজ করবে ডিএনসিসির নিয়োগ করা স্বেচ্ছাসেবকরা। খালের দুইপাড়ে গাছ লাগানোর জন্য গাছ সরবরাহ করবে ডিএনসিসি। নির্ধারিত এলাকার জন্য ডিএনসিসির নির্ধারিত মালী থাকবে যারা বৃক্ষরোপণে সহায়তা করবে। তাদের সাথে কাজ করবে স্থানীয় সেচ্ছাসেবক। এসব স্বেচ্ছাসেবক সোশাল ম্যাপিংসহ পরিকল্পনা ও নকশার মাধ্যমে খালের পাড়ে বিভিন্ন দেশি গাছ হিজল, জারুল লাগাবেন। 

ডিএনসিসির সাথে খাল দখল, দূষণ মুক্ত রাখতে এবং খালের দুইপাড়ে গাছ লাগানোর জন্য কাজ করবে যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারা হলো, রিভার অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট বাংলাদেশ, গ্রিন ভয়েস, কমিউনিটি ভলান্টিয়ার্স, কমিউনিটি টাউন ফেডারেশন, নগরাবাদ, সিডিসি, আশার আলো, ইয়ুথ মেন্টর, ব্রাইটস, আলোকিত করি, ফিনিস মনডিএল বাংলাদেশ, ইউএনডিপি, লাল সবুজ সোসাইটি, ইয়ং ক্লাইমেট নেটওয়ার্ক, ইকো টাউন নেটওয়ার্ক গ্লোবাল এবং ও এবি ফাউন্ডেশন। 

স্বেচ্ছাসেবকদের মাঝে তাদের সুবিধা অনুযায়ী খালের অংশ বন্টন করে দেওয়া হয়, যাতে তারা ডিএনসিসির সাথে সমন্বয় করে খাল দখল, দূষণ মুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগানোর কাজে সহায়তা করতে পারে। এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকায় অবস্থিত পুকুরগুলো খুব শিগগির দৃষ্টিনন্দন হবে। ঢাকার জেলা প্রশাসক কিছুদিনের মধ্যে কয়েকটি পুকুর খনন ও পাড় বাঁধাই করে জনগণের জন্য উন্মুক্ত করবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এ বি এম সামসুল আলম প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ