তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে কেউই দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। রোববার সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আট বছরের প্রেসিডেন্ট হবো। দুই মেয়াদের প্রেসিডেন্ট হবো। আমি সব সময় এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি।’

এর আগে ৭৮ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় কিংবা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। দাবি করেছিলেন তিনি, ‘মজা করছেন না’। পরে অবশ্য তিনি বলেছিলেন, তার এসব কথার উদ্দেশ্য ছিলো ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ট্রল করা।

প্রেসিডেন্টের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এখন থেকেই ‘ট্রাম্প ২০২৮’ লেখা হ্যাট বিক্রি করছে। এতে ২০২৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের দ্বিতীয় মেয়াদ শেষের পর তিনি আবার প্রেসিডেন্ট থাকার চেষ্টা করতে পারেন বলে জল্পনা বাড়ছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পূর্তি অনুষ্ঠানের পরদিন ট্রাম্প বলেন, ‘অনেকেই চান আমি আবার দায়িত্বে থাকি। যদিও আমার জানা মতে, এটা করার অনুমতি নেই। এটা সংবিধানসম্মত কি না, তাও নিশ্চিত নই।’

তবে ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই ২০২৮ সালের হ্যাট বিক্রি করছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, টানা হোক বা না হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইবার চার বছর মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।

এই নিয়ম পাল্টাতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আর এটি করতে দেশটির কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন, এবং পরে ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প র স ড ন ট পদ

এছাড়াও পড়ুন:

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছেন না ট্রাম্প

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে কেউই দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। রোববার সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আট বছরের প্রেসিডেন্ট হবো। দুই মেয়াদের প্রেসিডেন্ট হবো। আমি সব সময় এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি।’

এর আগে ৭৮ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় কিংবা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। দাবি করেছিলেন তিনি, ‘মজা করছেন না’। পরে অবশ্য তিনি বলেছিলেন, তাঁর এসব কথার উদ্দেশ্য ছিলো ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ট্রল করা।

প্রেসিডেন্টের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এখন থেকেই ‘ট্রাম্প ২০২৮’ লেখা হ্যাট বিক্রি করছে। এতে ২০২৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের দ্বিতীয় মেয়াদ শেষের পর তিনি আবার প্রেসিডেন্ট থাকার চেষ্টা করতে পারেন বলে জল্পনা বাড়ছে।

আরও পড়ুনতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা নিয়ে রসিকতা করছি না: ট্রাম্প৩১ মার্চ ২০২৫

ট্রাম্প বলেছেন, অনেক মানুষ তাকে অনুরোধ করেছেন, তিনি যেনো আবারও পদে থাকার কথা বিবেচনা করেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পূর্তি অনুষ্ঠানের পরদিন ট্রাম্প বলেন, ‘অনেকেই চান আমি আবার দায়িত্বে থাকি। যদিও আমার জানা মতে, এটা করার অনুমতি নেই। এটা সংবিধানসম্মত কি না, তাও নিশ্চিত নই।’

তবে ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই ২০২৮ সালের হ্যাট বিক্রি করছে।

আরও পড়ুনতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন না, শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না ট্রাম্প২৮ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, টানা হোক বা না হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইবার চার বছর মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।

এই নিয়ম পাল্টাতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আর এটি করতে দেশটির কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন, এবং পরে ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।

১৭৯৬ সালে জর্জ ওয়াশিংটন দুই মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার নজির স্থাপন করেছিলেন। ১৯৪০ সালে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত ১৪০ বছরের বেশি সময় ধরে দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ধারা বজায় ছিল। রুজভেল্ট এই ধারা ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৪৫ সালে চতুর্থ মেয়াদের কয়েক মাসের মধ্যে তিনি মারা যান। এর ফলে ১৯৫১ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতার সীমা সংশোধনের পথ প্রশস্ত হয়।

আরও পড়ুনট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন০১ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ