দেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ৬১ সাংবাদিককে হত্যা করা হয়েছে। একই সময়ে হত্যা এবং নিপীড়নের শিকার হয়েছেন ৩ হাজার ৫৮৮ সাংবাদিক। হামলা–মামলা ও নির্যাতনের ৬৭ শতাংশ ঘটনায় তৎকালীন শাসক দলের নেতা–কর্মীরা জড়িত ছিলেন। এই তথ্য উঠে এসেছে ‘ফ্যাসিবাদী শাসনে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রকাশনায়।

এই প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে সোমবার সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সভাকক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না। তারা (পত্রিকা) লেখে জুলাই আন্দোলন। তারা বলে, ক্ষমতার পটপরিবর্তনের পরবর্তী সরকার। এর মানে দাঁড়ায়—এখানে দুই হাজার মানুষ শহীদ হননি। তারা (পত্রিকা) বলতে চায়—একটা চক্রান্ত হয়েছিল, হাসিনাকে উৎখাত করা হয়েছে।

সংবাদমাধ্যম এটা করতে পারে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এর পরও সেসব সংবাদমাধ্যম সরকার বন্ধ করেনি। তিনি বলেন, ‘আপনারা লেখেন, জনগণ আপনাদের দেখে নিবে। শহীদ ফ্যামিলি আপনাদের দেখে নিবে।.

..আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না।’

আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না।মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা

সেমিনারে তথ্যসচিব মাহবুবা ফারজানা জানান, গত আট মাসে সংবাদিকদের বিরুদ্ধে হওয়া ২৬৬টি মামলা নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে ৭৪টি মামলা হয়রানিমূলক, এমন তথ্য পাওয়া গেছে। ব্যক্তিগত কারণে নালিশি মামলা করা হয়েছে ২৯টি। সরকার চাইলেই এটা তুলতে পারবে না। চারটি মামলা ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে, বাকিগুলো রাজনৈতিক মামলা।

সিমেন্ট বা টিস্যু পেপারের ব্যবসা নয়

স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার ওপর জোর দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সেমিনারে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে খুব গুরুত্বের সঙ্গে সাংবাদিকদের আর্থিক সমস্যার কথা বলা হয়েছে। সাংবাদিকদের যদি অন্যের করুণার ওপরে, অন্যের পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরশীল থাকতে হয়, তাহলে যাদের ওপর তারা নির্ভরশীল থাকবে, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে।

গণমাধ্যমকে টিকে থাকার মতো ব্যবসায়িক মডেল দাঁড় করাতে হবে বলে উল্লেখ করেন কামাল আহমেদ। তিনি বলেন, গণমাধ্যমের ব্যবসা আলু–তরকারির ব্যবসার মতো নয়; কিংবা সিমেন্ট বা টিস্যুপেপার বানানোর ব্যবসা নয় যে এটা অতিমাত্রায় লাভজনক হতে হবে। তবে টিকে থাকার মতো আয় করতে হবে। এ জন্য টেকসই বিজনেস মডেল দরকার। সে জন্য সংস্কার কমিশন নীতিসহায়তার কথা বলেছে। গণমাধ্যম যদি পৃষ্ঠপোষকতার ওপর নির্ভর থাকে, তাহলে স্বাধীন গণমাধ্যমের চেহারা কখনো দেখা যাবে না।

ফ্যাসিস্ট শাসনামলে ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যম ও নির্যাতিত সাংবাদিকদের রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন কামাল আহমেদ।

ফ্যাসিস্ট শক্তি এখনো আছে
রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা একটি নির্বাহী আদেশে প্রত্যাহার করতে সেমিনার থেকে সরকারের প্রতি অনুরোধ জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, রাজনৈতিক মামলাগুলো কলমের এক খোঁচায় আপনারা প্রত্যাহার করুন।
সাংবাদিক নিপীড়ন বন্ধ চাইলে কী কী পরিবর্তন আনা দরকার, তা খুঁজে বের করার পরামর্শ দেন সংগ্রাম পত্রিকার সাবেক সম্পাদক আবুল আসাদ। তিনি বলেন, অনেক রাজনীতিবিদ সংস্কারের কথা বলেন; কিন্তু তাঁরা সংস্কার চান কি না, জানা নেই। যদি চান, তাহলে সংস্কারটা শেষ হোক। তারপর নির্বাচন সবাই মিলে করেন। নির্বাচন তো হবেই, হতেই হবে।

বাংলাদেশে এখনো ফ্যাসিস্ট শক্তি আছে বলে সেমিনারে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার বিষয়টি উল্লেখ করে বলেন, যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সেই একই ফ্যাসিস্টরা ২০১৮ সালে কুষ্টিয়ায় তাঁর ওপর আক্রমণ করে। এতে বোঝা যাচ্ছে, ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে।

যে মানসিকতা এবং যে প্রবৃত্তি গণমাধ্যমকে স্বাধীন হতে দিতে চায় না, সে শক্তিগুলো এখনো থেকে গেছে বলে সেমিনারে মন্তব্য করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে রাষ্ট্রের ফ্যাসিস্ট চরিত্র গড়ে তোলার জন্য যেসব আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া চালু ছিল, তার চূড়ান্ত ব্যবহার করেছেন শেখ হাসিনা। অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে তিনি ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব করেছেন।
সেমিনারে আরও বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান, সহসভাপতি খাইরুল বাসার, শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক প্রমুখ। সেমিনারে উপস্থিত ছিলেন গত ১৫ বছরে নির্যাতিত এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন। বক্তব্যে সবাই সাংবাদিক নির্যাতন ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ‘দায়’

‘ফ্যাসিবাদী শাসনে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রকাশনায় বলা হয়, শুধু ২০২৪ সালেই আট সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৫ বছরের হত্যার ঘটনায় ৪৫ শতাংশ ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা বা ক্যাডারদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ৩২ শতাংশ ক্ষেত্রে হত্যাকারীরা ধরা পড়েনি। ১৫ শতাংশ ঘটনায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত এবং ২৩ শতাংশ ক্ষেত্রে মাদক কারবারি ও সামাজিক অপরাধীরা জড়িত।

গত ১৫ বছরে সাংবাদিক নিপীড়নের পেছনের কারণও অনুসন্ধান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এর মধ্যে অন্যতম হচ্ছে গণতন্ত্রহীনতা, ভিন্নমত দমন, ক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টা, বিচারহীনতা, পেশাগত অবক্ষয়, সম্পাদকীয় প্রতিষ্ঠা ধসে পড়া, কতিপয় সাংবাদিকের দলবাজি, সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি এবং মামলা হলে প্রতিষ্ঠানের অসহযোগিতা।  

এ অবস্থা থেকে উত্তরণের কিছু পরামর্শ উল্লেখ রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রকাশনায়। এর মধ্যে অন্যতম হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, সম্পদকীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, তৃণমূল সাংবাদিকতায় শৃঙ্খলা ফেরানো এবং সংবাদমাধ্যমকে সরকারের পক্ষ থেকে নীতিসহায়তা ও সুরক্ষা দেওয়া।

সেমিনারে প্রকাশনার সারসংক্ষেপ পড়ে শোনান সাংবাদিক কল্যাণ ট্র্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি এই সেমিনারে সভাপতিত্ব করেন। তাঁর বক্তব্যে গত ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ৪৪ ধাপ অবনমনের বিষয়টি উঠে আসে। পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সাংবাদমাধ্যমের ‘দায়ের’ বিষয়টিও তুলে ধরেন তিনি।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, তিনটি ভুয়া নির্বাচনকে সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জ না করে উৎসাহের সঙ্গে স্বীকৃতি দিয়েছে। বিরোধী রাজনীতি নির্মূলে নিষ্ঠুরতম নিপীড়ন চললেও সংবাদমাধ্যম পেশাদার ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার পরিবর্তে অনেক ক্ষেত্রে সংবাদ প্রতিষ্ঠানগুলো সহযোগী ও অংশীদার হয়ে উঠেছিল।

আরও পড়ুনআপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না: তথ্য উপদেষ্টা১০ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব দ ক কল য ণ ট র স ট ত ১৫ বছর র ব যবস র জন ত উল ল খ সরক র ক ষমত র ওপর আপন র

এছাড়াও পড়ুন:

বিরে শিফা: একটি অলৌকিক কুয়ার গল্প

মদিনা থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে বদর যুদ্ধের প্রান্তরের কাছে একটি কুয়া রয়েছে, যার নাম বিরে শিফা বা নিরাময় কুয়া। কুয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে এর মহিমা। আরবি ‘বির’ অর্থ কুয়া এবং ‘শিফা’ অর্থ নিরাময় বা আরোগ্য। এই কুয়ার পানি রোগমুক্তি ও সুস্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বদর যুদ্ধের পর এই কুয়ার পানি মহানবী (সা.)-এর একটি অলৌকিক মুজিজার মাধ্যমে বিষাক্ত ও লবণাক্ত অবস্থা থেকে সুপেয় ও সুস্বাদু পানিতে পরিণত হয়। আজও এই কুয়ার পানি মুসলমানদের জন্য রোগমুক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়।

বিরে শিফা কুয়াটি মদিনা থেকে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি এলাকায় অবস্থিত। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। যুদ্ধ শেষে মহানবী (সা.) এবং তাঁর সাহাবিরা মদিনায় ফিরে আসার পথে পানির সংকটে পড়েন। তখন তাঁরা বিরে শিফা কুয়ার কাছে এসে পৌঁছান।

বিরে শিফা কুয়া, মদিনা

সম্পর্কিত নিবন্ধ