রাজশাহীর সাবেক মেয়র লিটনের পিএ ওয়াহেদ নওগাঁয় গ্রেপ্তার
Published: 9th, May 2025 GMT
নওগাঁয় এক বিএনপি নেতার বাড়ি থেকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আবদুল ওয়াহেদ খান (টিটু) গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোরে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা সাগর চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়।
আবদুল ওয়াহেদ খানের বাড়ি রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লায়। বাবার নাম আবদুল ওয়াদুদ খান। তিনি রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও তিনি ছুটি ছাড়াই পাঁচ বছর সাবেক মেয়র খায়রুজ্জামানের পিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিটি করপোরেশন ও রুয়েট—দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন। এ ছাড়া অনৈতিকভাবে সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে লিটন মেয়র থাকার সময়েই প্রথম আলোকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সাগর চৌধুরী নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে আরেফিন সিদ্দিকীর অনুসারী। আরেফিন সিদ্দিকী মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রাজনীতি করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার আবদুল ওয়াহেদ খানের বন্ধু হলেন জুলাই গণ-অভ্যুত্থানে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি ছুড়ে ভাইরাল হওয়া জহিরুল হক (রুবেল)। এই দুজনের বিরুদ্ধে কিশোর গ্যাং লালন, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মের অভিযোগ আছে। এসব কারণে মেয়রের পিএর পদ থেকে আবদুল ওয়াহেদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আওয়ামী সরকারের পতনের পর থেকেই আবদুল ওয়াহেদ খান আত্মগোপনে ছিলেন।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাগর চৌধুরীর সঙ্গে ওয়াহেদ খানের আত্মীয়তার একটি সূত্র রয়েছে। সেই সূত্রেই তিনি ওই বাড়িতে আত্মগোপন করেছিলেন। রাজশাহী থেকে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। সেই মোতাবেক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামিকে আশ্রয় দেওয়ার ঘটনায় সাগর চৌধুরীর নামেও পৃথক মামলা হচ্ছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্টের ঘটনায় রাজশাহীতে আবদুল ওয়াহেদ খানের নামে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
রাকসু নির্বাচন ১৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়েছে। আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২২ সেপ্টেম্বর) জরুরি সভা শেষে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
আরো পড়ুন:
রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি দুইপক্ষ, উত্তেজনা
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির নেপথ্যে রাকসু বানচালের চেষ্টার অভিযোগ
বিস্তারিত আসছে...
ঢাকা/কেয়া/ফাহিম/মেহেদী