রাজশাহীর সাবেক মেয়র লিটনের পিএ ওয়াহেদ নওগাঁয় গ্রেপ্তার
Published: 9th, May 2025 GMT
নওগাঁয় এক বিএনপি নেতার বাড়ি থেকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আবদুল ওয়াহেদ খান (টিটু) গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোরে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা সাগর চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়।
আবদুল ওয়াহেদ খানের বাড়ি রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লায়। বাবার নাম আবদুল ওয়াদুদ খান। তিনি রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও তিনি ছুটি ছাড়াই পাঁচ বছর সাবেক মেয়র খায়রুজ্জামানের পিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিটি করপোরেশন ও রুয়েট—দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন। এ ছাড়া অনৈতিকভাবে সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে লিটন মেয়র থাকার সময়েই প্রথম আলোকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সাগর চৌধুরী নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে আরেফিন সিদ্দিকীর অনুসারী। আরেফিন সিদ্দিকী মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রাজনীতি করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার আবদুল ওয়াহেদ খানের বন্ধু হলেন জুলাই গণ-অভ্যুত্থানে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি ছুড়ে ভাইরাল হওয়া জহিরুল হক (রুবেল)। এই দুজনের বিরুদ্ধে কিশোর গ্যাং লালন, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মের অভিযোগ আছে। এসব কারণে মেয়রের পিএর পদ থেকে আবদুল ওয়াহেদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আওয়ামী সরকারের পতনের পর থেকেই আবদুল ওয়াহেদ খান আত্মগোপনে ছিলেন।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাগর চৌধুরীর সঙ্গে ওয়াহেদ খানের আত্মীয়তার একটি সূত্র রয়েছে। সেই সূত্রেই তিনি ওই বাড়িতে আত্মগোপন করেছিলেন। রাজশাহী থেকে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। সেই মোতাবেক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামিকে আশ্রয় দেওয়ার ঘটনায় সাগর চৌধুরীর নামেও পৃথক মামলা হচ্ছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্টের ঘটনায় রাজশাহীতে আবদুল ওয়াহেদ খানের নামে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতার বাড়িতে লুকিয়ে ছিলেন লিটনের সাবেক পিএ টিটু
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু নওগাঁর বদলগাছিতে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে লুকিয়েছিলেন।
শুক্রবার (৯ মে) ভোররাত সাড়ে ৫টার দিকে ওই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বদলগাছি উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। এ সময় টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরীকেও নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লায়। বাবার নাম আব্দুল ওয়াদুদ খান। টিটু তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং এই সময় দুই প্রতিষ্ঠান থেকেই বেতন গ্রহণ করেছেন। টিটুর বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র ও জনতার ওপর গুলি চালিয়ে ভাইরাল হওয়া সন্ত্রাসী জহিরুল হক রুবেল এই টিটুর বন্ধু। রুবেলকে নিয়ে কিশোর গ্যাং লালন, জমি দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে টিটুর বিরুদ্ধে। এসব কারণে লিটন মেয়র থাকাকালেই তাকে অব্যাহতি দিয়েছিলেন। আওয়ামী সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
স্থানীয়রা জানান, টিটুকে আশ্রয় দেওয়া বিএনপি নেতা সাগর চৌধুরী নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি। সাগর চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে বিএনপি নেতা আরেফিন সিদ্দিকী জনির অনুসারী। জনি মহাদেবপুর-বদলগাছি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলেন পুলিশ হেফাজতে থাকা সাগর চৌধুরী। তিনি জানান, টিটু হলেন তার প্রয়াত ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। আত্মীয়তার খাতিরে বুধবার টিটু তার বাড়িতে আসেন, তাই তিনি ফিরিয়ে দেননি। তবে টিটুর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন।
বদলগাছি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তবে শুনলাম তিনি আগে থেকেই দল থেকে বহিষ্কৃত। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও এখনো পুলিশ হেফাজতে আছেন।’’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘‘সাগর চৌধুরী কেন টিটুকে আশ্রয় দিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে চলমান আন্দোলনের সময় নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র ও জনতার ওপর হামলার একটি মামলারও এজাহারভুক্ত আসামি তিনি। বদলগাছি থানা তাকে হস্তান্তর করলে ওই দুই মামলায়ও টিটুকে গ্রেপ্তার দেখানো হবে।
ঢাকা/কেয়া/এস