বন্দরে মদ সেবন করে রাস্তায় মাতলামি করার অপরাধে ৩ মাদক সেবীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে মাদক সেবী জুবায়ের হোসেন (২০) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার খোকা মিয়ার ছেলে সাব্বির (২১) ও বন্দর আমিন আবাসিক এলাকার হরিবল রায়ের ছেলে শ্রীজন রায় (২১)। পুলিশ

আটককৃতদের  শুক্রবার (৯ মে) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) বন্দর রুপালী আবাসিক এলাকার শীতলক্ষ্যা নদীপাড় থেকে এদেরকে আটক করা হয়।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশিসহ আটক ৪৪

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত বাকি ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।

এদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়।

বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। বাকিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।

ঢাকা/বাদশাহ্/এস

সম্পর্কিত নিবন্ধ

  • কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশিসহ আটক ৪৪