আইপিএল খেলতে ভারতে থাকা বিদেশি ক্রিকেটাররা দ্রুত নিজ দেশে ফিরতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও তাঁদের যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর চেষ্টা করছে। যার অর্থ, স্থগিত হয়ে যাওয়া আইপিএল শিগগিরই মাঠে ফিরছে না। আজ দুপুরের পর বিসিসিআই টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিল।

ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের দলগুলো এরই মধ্যে ভাঙতে শুরু করেছে। বিদেশি খেলোয়াড়েরা যেকোনো সম্ভাব্য পরবর্তী ফ্লাইটে ভারত ছাড়তে চান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের গণমাধ্যম দেশ দুটির ক্রিকেটাররা দেশে ফিরতে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে খেলোয়াড়দের আতঙ্ক তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিদেশি খেলোয়াড়দের মানসিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আইপিএলের একটি দলের একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘খেলোয়াড়েরা মোটামুটি ভালোই আছেন। কিন্তু যা কিছু ঘটেছে, তা দেখে তাদের মধ্যে অবশ্যই উদ্বেগ রয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের এজেন্ট সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। বেশির ভাগই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান। পাঞ্জাব-দিল্লি ম্যাচ বন্ধ হওয়ার পর কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাড়ি ফিরতে উড়োজাহাজের টিকিট বুক করার চেষ্টা করছেন।

আরও পড়ুনভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি১ ঘণ্টা আগে

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আইপিএল খেলতে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। স্থানীয় সময় আজ সকালে মেলবোর্নে এ নিয়ে বৈঠক করেছেন সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

ব্রিটেনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আইপিএলে থাকা ইংল্যান্ডের ১০ ক্রিকেটার ভারত ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা এখন যত দ্রুত সম্ভব ইংল্যান্ডে ফেরার জন্য ‘চূড়ান্ত প্রস্তুতি’ নিচ্ছেন। ভারত–পাকিস্তান উত্তেজনার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনবাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন। 

গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।  

আরো পড়ুন:

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’

সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”  

ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।” 

পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ