আইপিএল খেলতে ভারতে থাকা বিদেশি ক্রিকেটাররা দ্রুত নিজ দেশে ফিরতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও তাঁদের যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর চেষ্টা করছে। যার অর্থ, স্থগিত হয়ে যাওয়া আইপিএল শিগগিরই মাঠে ফিরছে না। আজ দুপুরের পর বিসিসিআই টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিল।

ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের দলগুলো এরই মধ্যে ভাঙতে শুরু করেছে। বিদেশি খেলোয়াড়েরা যেকোনো সম্ভাব্য পরবর্তী ফ্লাইটে ভারত ছাড়তে চান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের গণমাধ্যম দেশ দুটির ক্রিকেটাররা দেশে ফিরতে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে খেলোয়াড়দের আতঙ্ক তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিদেশি খেলোয়াড়দের মানসিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আইপিএলের একটি দলের একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘খেলোয়াড়েরা মোটামুটি ভালোই আছেন। কিন্তু যা কিছু ঘটেছে, তা দেখে তাদের মধ্যে অবশ্যই উদ্বেগ রয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের এজেন্ট সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। বেশির ভাগই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান। পাঞ্জাব-দিল্লি ম্যাচ বন্ধ হওয়ার পর কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাড়ি ফিরতে উড়োজাহাজের টিকিট বুক করার চেষ্টা করছেন।

আরও পড়ুনভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি১ ঘণ্টা আগে

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আইপিএল খেলতে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। স্থানীয় সময় আজ সকালে মেলবোর্নে এ নিয়ে বৈঠক করেছেন সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

ব্রিটেনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আইপিএলে থাকা ইংল্যান্ডের ১০ ক্রিকেটার ভারত ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা এখন যত দ্রুত সম্ভব ইংল্যান্ডে ফেরার জন্য ‘চূড়ান্ত প্রস্তুতি’ নিচ্ছেন। ভারত–পাকিস্তান উত্তেজনার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনবাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাফালের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে ধস

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এ অবস্থায় রাফাল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে পতন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ শতাংশেরও বেশি কমে গেছে।

সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল বলছে, আকাশযুদ্ধে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের দাবির পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরাসি এ জায়ান্ট কোম্পানির শেয়ারদর ৩৭৩.৮ মার্কিন ডলার থেকে ৩৬২.০৫ মার্কিন ডলারে নেমে আসে।

গত মঙ্গলবার রাতে এসব বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এ নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।
 

সম্পর্কিত নিবন্ধ