পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি, যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য আধ্যাত্মিক ও ধর্মীয় দায়িত্ব। তবে হজযাত্রার সময় ভাষাগত প্রতিবন্ধকতা, স্থানীয় অবকাঠামো সম্পর্কে অজ্ঞতা, স্বাস্থ্যগত সমস্যা এবং জরুরি সহায়তার প্রয়োজনীয়তার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আধুনিক প্রযুক্তির সাহায্যে মোবাইল অ্যাপ—‘লাব্বাইক’ উন্মোচন করেছে। এই অ্যাপ হজযাত্রীদের সফরকে নিরাপদ, সুবিন্যস্ত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করছে, পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করছে।

লাব্বাইক অ্যাপ হজযাত্রীদের নিরবচ্ছিন্ন সহায়ক

লাব্বাইক অ্যাপ সম্পর্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিস্ট কর্মকর্তা জানান, ‘লাব্বাইক’ অ্যাপটি হজযাত্রীদের জন্য একটি সর্বাঙ্গীন ডিজিটাল মাধ্যম, যা তাঁদের হজ পালনকে সহজ, নিরাপদ এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করেছে। হজযাত্রীর ফ্লাইট তথ্য, আবাসন, স্বাস্থ্যসেবা, লোকেশন ট্র্যাকিং, ধর্মীয় সহায়িকা এবং জরুরি সহায়তার মতো সব প্রয়োজনীয় সেবা একত্র করেছে। হজযাত্রীরা বিপদে পড়লে বা হারিয়ে গেলে এসওএস বাটনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাবেন। ফ্লাইট কোড, বোর্ডিং সময় এবং লাগেজের ওজন সীমার বিস্তারিত তথ্য পাবেন। গুগল ম্যাপের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ ট্র্যাকিং, মিনা-আরাফার তাঁবুর অবস্থান নির্ণয় করতে পারবেন। হোটেলের নাম, ঠিকানা, চেক-ইন ও চেক-আউট তারিখসহ বিস্তারিত তথ্য থাকবে এই অ্যাপে। ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, মেডিকেল সেন্টার তথ্য, এবং জরুরি স্বাস্থ্য সহায়তা, কোরআন, হাদিস, কিবলা নির্দেশনা, ডিজিটাল তসবি, এবং হজ-ওমরাহে নির্দেশনা রয়েছে । হজ প্রিপেইড কার্ড ও কোরবানি কুপন, নামাজের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে। ঐতিহাসিক স্থানের বিবরণ, মক্কা-মদিনার জিয়ারত স্থানের তথ্য, গ্রুপ যোগাযোগ ও হজ এজেন্সি তথ্য রয়েছে।

‘লাব্বাইক’ অ্যাপ হজযাত্রীদের জন্য এক উদ্যোগ, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামি আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছে। এই অ্যাপ হজযাত্রীদের নিরাপদ, সুন্দর এবং স্মরণীয় হজ পালনে সহায়তা করছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ হজযাত্রী এই অ্যাপের মাধ্যমে তাঁদের যাত্রাকে আরও সুবিন্যস্ত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে পারবেন।

কীভাবে ডাউনলোড ও রেজিস্ট্রেশন করবেন

হজের সরকারি ওয়েব সাইটে পাওয়া যাবে লাব্বাইক অ্যাপ। এছাড়া গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘লাব্বাইক’ অ্যাপ ডাউনলোড করুন। মোবাইল নম্বর, পিলগ্রিম আইডি (পিআইডি), এবং জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। ওটিপি যাচাইয়ের পর চার সংখ্যার পিন সেট করুন। পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের যুক্ত করা যায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য প হজয ত র দ র হজয ত র র এই অ য প সহ য ত

এছাড়াও পড়ুন:

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়, র‍্যাগিং করলে ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরিচিতি (ওরিয়েন্টেশন) ক্লাসের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নবীনদের বরণ করতে রঙিন আলপনা, ফুল ও সৃজনশীল সাজসজ্জায় বিভাগগুলো বর্ণিল করে তোলা হয়। নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল, কলম, কারিকুলামসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী। পরিচিতি ক্লাসে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন। এদিকে নবীনদের র‍্যাগিং করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর মতিহারের সবুজ চত্বর। বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, ইবলিশ চত্বর, টুকিটাকি চত্বর ও আমতলায় নতুন–পুরোনো শিক্ষার্থীদের আড্ডা বসেছে। হাতে ফুল নিয়ে নতুন বন্ধুদের সঙ্গে দল বেঁধে ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছেন অনেকে। প্যারিস রোডসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ও স্থাপনার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তাঁরা। নবীন শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও এসেছেন।

পরিচিতি ক্লাস শেষে মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে কথা হয় অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মোছা. তাসনিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নেবে, সত্যি ভাবিনি। ক্লাসের নতুন বন্ধু ও সিনিয়র ভাইয়েরা সবাই আন্তরিক। মনে হচ্ছে, আমি আজ এক নতুন পরিবার পেয়েছি।’

নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল, কলম, কারিকুলামসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী। পরিচিতি ক্লাসে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন

সম্পর্কিত নিবন্ধ