পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি, যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য আধ্যাত্মিক ও ধর্মীয় দায়িত্ব। তবে হজযাত্রার সময় ভাষাগত প্রতিবন্ধকতা, স্থানীয় অবকাঠামো সম্পর্কে অজ্ঞতা, স্বাস্থ্যগত সমস্যা এবং জরুরি সহায়তার প্রয়োজনীয়তার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আধুনিক প্রযুক্তির সাহায্যে মোবাইল অ্যাপ—‘লাব্বাইক’ উন্মোচন করেছে। এই অ্যাপ হজযাত্রীদের সফরকে নিরাপদ, সুবিন্যস্ত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করছে, পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করছে।

লাব্বাইক অ্যাপ হজযাত্রীদের নিরবচ্ছিন্ন সহায়ক

লাব্বাইক অ্যাপ সম্পর্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিস্ট কর্মকর্তা জানান, ‘লাব্বাইক’ অ্যাপটি হজযাত্রীদের জন্য একটি সর্বাঙ্গীন ডিজিটাল মাধ্যম, যা তাঁদের হজ পালনকে সহজ, নিরাপদ এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করেছে। হজযাত্রীর ফ্লাইট তথ্য, আবাসন, স্বাস্থ্যসেবা, লোকেশন ট্র্যাকিং, ধর্মীয় সহায়িকা এবং জরুরি সহায়তার মতো সব প্রয়োজনীয় সেবা একত্র করেছে। হজযাত্রীরা বিপদে পড়লে বা হারিয়ে গেলে এসওএস বাটনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাবেন। ফ্লাইট কোড, বোর্ডিং সময় এবং লাগেজের ওজন সীমার বিস্তারিত তথ্য পাবেন। গুগল ম্যাপের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ ট্র্যাকিং, মিনা-আরাফার তাঁবুর অবস্থান নির্ণয় করতে পারবেন। হোটেলের নাম, ঠিকানা, চেক-ইন ও চেক-আউট তারিখসহ বিস্তারিত তথ্য থাকবে এই অ্যাপে। ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, মেডিকেল সেন্টার তথ্য, এবং জরুরি স্বাস্থ্য সহায়তা, কোরআন, হাদিস, কিবলা নির্দেশনা, ডিজিটাল তসবি, এবং হজ-ওমরাহে নির্দেশনা রয়েছে । হজ প্রিপেইড কার্ড ও কোরবানি কুপন, নামাজের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে। ঐতিহাসিক স্থানের বিবরণ, মক্কা-মদিনার জিয়ারত স্থানের তথ্য, গ্রুপ যোগাযোগ ও হজ এজেন্সি তথ্য রয়েছে।

‘লাব্বাইক’ অ্যাপ হজযাত্রীদের জন্য এক উদ্যোগ, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামি আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছে। এই অ্যাপ হজযাত্রীদের নিরাপদ, সুন্দর এবং স্মরণীয় হজ পালনে সহায়তা করছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ হজযাত্রী এই অ্যাপের মাধ্যমে তাঁদের যাত্রাকে আরও সুবিন্যস্ত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে পারবেন।

কীভাবে ডাউনলোড ও রেজিস্ট্রেশন করবেন

হজের সরকারি ওয়েব সাইটে পাওয়া যাবে লাব্বাইক অ্যাপ। এছাড়া গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘লাব্বাইক’ অ্যাপ ডাউনলোড করুন। মোবাইল নম্বর, পিলগ্রিম আইডি (পিআইডি), এবং জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। ওটিপি যাচাইয়ের পর চার সংখ্যার পিন সেট করুন। পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের যুক্ত করা যায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য প হজয ত র দ র হজয ত র র এই অ য প সহ য ত

এছাড়াও পড়ুন:

নিশাঙ্কা অপরাজিত ৯৮, বড় জয়ে টিকে রইল শ্রীলঙ্কা

ম্যাচে তখন তুমুল উত্তেজনা!

না, ম্যাচের ফল নিয়ে নয়। উত্তেজনা সব পাতুম নিশাঙ্কা সেঞ্চুরি পাবেন কি না তা নিয়ে। রাওয়ালপিন্ডিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভার শুরুর আগে ম্যাচ জিততে লঙ্কানদের দরকার ১০ রান, সেঞ্চুরি পেতে নিশাঙ্কার ১২ রান। এমন যখন হিসাব রিচার্ড এনগারাভা প্রথম বলটি করলেন ওয়াইড। পরের বলটায় চার মেরে ৯২-এ পৌঁছে গেলেন লঙ্কান ওপেনার। শ্রীলঙ্কার দরকার ৫ রান, নিশাঙ্কার ৮। দুটি চার মারলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা হয়ে যায়। নিশাঙ্কা অত হিসাব–নিকাশের মধ্যে গেলেন না, ছক্কা মেরেই জিতিয়ে দিলেন দলকে।

আর এই জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনালে যাবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে হেরে গেলে অবশ্য নেট রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে থাকায় বাদ পড়ে যাবে লঙ্কানরা।

৩৭ রান করেছেন সিকান্দার রাজা

সম্পর্কিত নিবন্ধ