সাবেক মন্ত্রী ইমরান আহমদকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কারাগার থেকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ওসমানী হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে প্রথম আলোকে বলেন, সাবেক মন্ত্রী ইমরান আহমদ হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। তাঁর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতা আছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইমরান আহমদ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চেকআপের জন্য তাঁকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

গত বছরের ২০ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এরপর তাঁকে ঢাকা ও সিলেটের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ইমরান আহমদ ২০১৮ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাঁকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ত র ইমর ন

এছাড়াও পড়ুন:

ঢাবিতে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল সার্ভিস।

সোমবার (১২ মে) এই সার্ভিসটি চালু করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সার্ভিসটি চালুর কথা জানিয়েছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ।

প্রাথমিকভাবে চারটি রুটে ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল সার্ভিসের গাড়িগুলো চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। প্রতিটি শাটলে ১৪ জন করে বসতে পারবেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

নেতিবাচক মন্তব্য করায় ঢাবি শাখা ছাত্রশিবিরের নিন্দা

ঢাবিতে শেষ হলো ষষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব

প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রিন ফিউচার ফাউন্ডেশন পরীক্ষামূলকভাবে এই সার্ভিসটি চালু করেছে। এর সঙ্গে আমরা সরাসরি যুক্ত না হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরোক্ষভাবে এ প্রক্রিয়ার সঙ্গে আছে। শিক্ষার্থীরা এটি পছন্দ করলে ভবিষ্যতে আরো কাজ করতে আগ্রহী হব।”

গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার বলেন, “আমাদের পরিকল্পনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আরো ১৪টি গাড়ির ব্যবস্থা করা। বর্তমানে শিক্ষার্থীদের জন্য চারটি এবং প্রক্টরিয়াল টিমের জন্য একটি ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মেম্বারদের জন্য একটি গাড়ি রয়েছে।”

তিনি আরো বলেন, “ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ টাকা ও সর্বনিম্ন ১০ টাকা। এ ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে চলাচল করতে পারবেন। প্রতিটি গাড়িতে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের একজন করে স্বেচ্ছাসেবক (ঢাবি শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এ সেবার আওতায় থাকবেন।”

গত নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শাটল বাসসেবা চালু হয়। বর্তমানে তিনটি নন-এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসে তিনটি রুটে চলাচল করছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ, কাল শোক
  • নির্বাচনের সাড়ে ৩ বছর পর জামায়াত নেতা চেয়ারম্যান 
  • নানকের স্ত্রী-কন্যাসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাম্যের মৃত্যুতে মর্মাহত ঢাবি প্রশাসন  
  • ঢাবিতে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
  • কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান
  • চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে’
  • পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন