শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি জঙ্গলে দুই সপ্তাহ আগে বল্লমের আঘাতে অসুস্থ হয়ে পড়া একটি বন্য হাতিকে চিকিৎসা দিয়েছিলেন বন্য প্রাণী বিশেষজ্ঞরা। আজ রোববার হাতিটিকে খুঁজে আবার চিকিৎসা দেওয়া হয়েছে। পরে হাতিটি জঙ্গলে ফিরে যায়।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী শমশ্চুড়া পাহাড়ের ঢালে দুই ঘণ্টা ধরে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো.

মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বন্য প্রাণী বিভাগের একটি বিশেষজ্ঞ দল হাতিটিকে চিকিৎসা দেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, ১ মে দলছুট অসুস্থ একটি বন্য হাতিকে বন বিভাগের প্রচেষ্টায় চিকিৎসা দেওয়া হয়। হাতিটিকে আবার চিকিৎসা দিতে গতকাল শনিবার রাতে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী বিভাগের একটি বিশেষজ্ঞ দল সীমান্তবর্তী এলাকায় আসেন। আজ সকাল ছয়টা থেকে বিভিন্ন জঙ্গলে খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে শমশ্চুড়া পাহাড়ের ঢালে হাতিটির দেখা মেলে। তখন হাতিটিকে চেতনানাশক দিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়। পরে বিশেষ ইনজেকশনের মাধ্যমে হাতিটিকে জাগিয়ে তোলার ১০ থেকে ১৫ মিনিট পর হেঁটে জঙ্গলে চলে যায়।

চিকিৎসা অভিযানে অংশ নেন গাজীপুর সাফারি পার্কের ল্যাব টেকনিশিয়ান আতিকুর রহমান ভূঁইয়া, ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন, সহকারী মোস্তফা কামাল, শেরপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আবদুল্লাহ আল আমিন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী ও শমশ্চুড়া বিট কর্মকর্তা মো. কাউসার হোসেন।

বিট কর্মকর্তা কাউসার হোসেন জানান, হাতিটির বয়স ১০ থেকে ১২ বছর। ১ মে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। আজ সকাল থেকে ছয় ঘণ্টা খোঁজাখুঁজির পর হাতিটি শমশ্চুড়া পাহাড়ে ঢালে পাওয়া যায়। হাতিটিকে ইনজেকশন দিয়ে অচেতন করার পর প্রায় দুই ঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী প্রথম আলোকে বলেন, হাতির আঘাত পাওয়া সামনের ডান পায়ের ক্ষতটি পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। পরে বিশেষ ইনজেকশন দিয়ে জাগিয়ে তোলার পর হাতিটি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হেঁটে চলে যায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন য প র ণ কর মকর ত শমশ চ ড়

এছাড়াও পড়ুন:

উত্তরসূরি বাছাইয়ে অন্য কারো ‘হস্তক্ষেপ’ চলবে না: দালাই লামা

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার অবর্তমানে যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তিনি তাদের কয়েক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে বজায় রাখবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তার 'গাহদেন ফোড্রাং ট্রাস্ট'। এই প্রসঙ্গে অন্য কারো 'হস্তক্ষেপ' চলবে না।

এদিকে চীন তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন প্রয়োজন।

দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

অতীতে উত্তরসূরির বিষয়ে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল। তবে বুধবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন দালাই লামার সিদ্ধান্তকে তারা সর্বসম্মতিক্রমে সমর্থন করছেন। সূত্র-বিবিসি বাংলা

সম্পর্কিত নিবন্ধ