অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ ভারতের
Published: 19th, May 2025 GMT
অবৈধ অনুপ্রবেশকারীদের নথিপত্র যাচাই-বাছাইয়ে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
গত কয়েকমাস ধরেই ভারত জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সন্ধানে চলছে জোড় তল্লাশি অভিযান। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উত্তর প্রদেশ, দিল্লি , মহারাষ্ট্র, গুজরাট ,হরিয়ানা, জম্মু-কাশ্মীর থেকে দক্ষিণ রাজ্য কর্ণাটক কেরালা, অন্ধপ্রদেশে পুলিশের অভিযানে শত শত মানুষকে আটক করা হয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে।
শুধুমাত্র গুজরাটের সুরাট ও আমেদাবাদেই অনুপ্রবেশকারী সন্দেহে ৬ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। রাজস্থান থেকেও গ্রেপ্তার করা হয় প্রায় এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে। পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আরো পড়ুন:
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এবার ব্যবসায়ী গ্রেপ্তার
হাঁটুর বয়সি নায়িকাকে চুমু, সমালোচনার মুখে কমল হাসান
এমন পরিস্থিতিতে এবার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ দিনের এই ডেডলাইন ঘোষণা করা হয়েছে। মূলত অনুপ্রশকারীদের নথিপত্র যাচাই-বাছাইয়ের জন্য এই ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র।
বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কেন্দ্রের নতুন করে পদক্ষেপের অংশ হিসেবে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিএসএফ এবং আসাম রাইফেলসের মহাপরিচালকদের (ডিজি) কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দেশটির সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আটক বাংলাদেশি ও মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিক- যারা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করছে- আগামী ৩০ দিনের মধ্যে তাদের পরিচয়, নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। ওই সময়সীমার মধ্যে যদি তারা ভারতীয় নাগরিক প্রমাণিত না হয় অর্থাৎ অনুপ্রবেশকারী সাব্যস্ত হলে ৩০ দিন পর থেকেই তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এজন্য সংশ্লিষ্ট আইনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে দিল্লি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে নির্দেশ দিয়ে এও বলা হয়েছে, যেসব বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফ ও কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হচ্ছে- তার একটি বিস্তারিত তালিকা প্রতিমাসের ১৫ তারিখে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে। সেই সঙ্গে ‘ব্যুরো অব ইমিগ্রেশন’ কর্তৃপক্ষকেও বলা হয়েছে, যেসব অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে সেই তালিকাটি যেন সরকারি পোর্টালে প্রকাশিত করা হয়। একইসঙ্গে সেই তথ্য পাঠানো হবে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ (ইউআইডিএআই) কর্তৃপক্ষকেও। যাতে ওই নির্দিষ্ট ব্যক্তি ভবিষ্যতে আর কোনোদিন ভারতে এসে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা পাসপোর্ট তৈরি করতে না পারে।
পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে পর্যাপ্ত ডিটেনশন সেন্টার তৈরি রাখার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কঠোর বার্তা দিয়ে বলেছিলেন, “অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশ, নথিপত্র সংগ্রহ এবং তাদের থাকার বিষয়ে সহায়তা প্রদানকারী যেকোনো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথেও সম্পর্কিত এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তাদের চিহ্নিত করে নির্বাসিত করা উচিত।”
এরপর থেকেই রাজ্যে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করতে ধরপাকড় শুরু হয়।
এ ব্যাপারে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির এক কর্মকর্তা জানান, অনুপ্রবেশকারী বাছাই এবং ফেরত পাঠানো নিয়ে দিল্লির নির্দেশিকা নতুন নয়। তবে আগে কখনো এবারের মতো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। ভারতীয় নাগরিক বলে দাবি করা সন্দেহজনক বাংলাদেশি বা মিয়ানমারের বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য ভারতের সংশ্লিষ্ট রাজ্যটিতে সেইসব নথি পাঠানো হতো। সেক্ষেত্রে নথিপত্র যাচাই হয়ে আসতে একমাস সময় লেগে যেত। কিন্তু এখন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, জেলাশাসক, ডিস্ট্রিক্ট কালেক্টরদেরকে নথি যাচাইয়ের কাজ শেষ করার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত ওই সন্দেহজনক ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তার নাগরিকত্ব সম্পর্কিত তথ্য না আসলে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠাবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ষ ট র ৩০ দ ন র র জন য সরক র
এছাড়াও পড়ুন:
কূটনৈতিক তৎপরতা জোরদার করুন
গত কিছুদিন ধরিয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ দেশের বিভিন্ন সীমান্ত দিয়া দলে দলে মানুষকে বাংলাদেশে যে ‘পুশইন’ করিয়া চলিয়াছে, উহা অনাকাঙ্ক্ষিত তো বটেই; সৎ প্রতিবেশীসুলভও নহে। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, গত ৪ হইতে ১৫ মে পর্যন্ত মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও সাতক্ষীরা– বাংলাদেশের এই পাঁচ জেলার সীমান্ত দিয়া বিএসএফ অন্তত ৩১৮ জনকে ঠেলিয়া দিয়াছে। অধিকতর উদ্বেগজনক হইল, ইতোমধ্যে বাংলাদেশ সরকার এহেন চূড়ান্ত অকূটনৈতিক আচরণের প্রতিবাদ জানাইবার পরও ভারত সরকার পুশইন প্রচেষ্টা অব্যাহত রাখিয়াছে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পার্শ্ববর্তী প্রবেশপথের নিকট প্রায় ১৫০ জনকে জড়ো করা হয়, যদিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি অবগত হইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি রাতভর টহল জোরদার করিলে উক্ত পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। শুধু উহা নহে, বৃহস্পতিবার রাত্রি ২টার দিকে উক্ত জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়া ৭৫০ নারী-পুরুষকে পুশইন করিবার চেষ্টা চালায় বিএসএফ। এই ক্ষেত্রে সতর্ক অবস্থান গ্রহণকারী বিজিবির সহিত স্থানীয় জনতাও যোগ দেয়। পরিস্থিতি বুঝিতে পারিয়া বিএসএফ অকুস্থল হইতে সরিয়া যায়। এই অবস্থায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ-উত্তেজনা সৃষ্টি হইয়াছে। এলাকাবাসী আতঙ্কের সহিত নিরাপত্তহীনতায়ও ভুগিতেছে। এমনিতেই সীমান্ত হত্যা, আন্তঃনদীর পানি সমস্যাসহ দীর্ঘদিনের অমীমাংসিত নানা সংকটের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে একটা শীতল ভাব চলিতেছে, যাহা উভয় দেশেরই জনগণের জন্য নানাবিধ কষ্টের কারণ হইয়া রহিয়াছে। এই অবস্থায় পুশইন সমস্যা নিশ্চিতভাবে দুই দেশের সম্পর্কে অধিকতর নেতিবাচক প্রভাব ফেলিবে।
আমরা জানি, ভারতের কিছু বিশেষ মহল দীর্ঘদিন ধরিয়া বাংলাদেশ হইতে সেই দেশে অনুপ্রবেশ ঘটিবার অভিযোগ করিয়া আসিতেছে, বিশেষত দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতাসীন হইবার পর তাহা নূতন মাত্রা পায়। আমরা ইহাও জানি, ভারতেরই বহু পর্যবেক্ষক মনে করেন, এহেন অভিযোগের সহিত দেশটির অভ্যন্তরীণ রাজনীতির একটা সংযোগ রহিয়াছে। বিশেষত পশ্চিমবঙ্গের জনমত নিজেদের পক্ষে টানিবার লক্ষ্যেই বিজেপি নেতৃবৃন্দ এই ইস্যুটি ব্যবহার করেন বলিয়া অভিযোগ রহিয়াছে। তাহাদের নিকট বাংলাভাষী মাত্রই বাংলাদেশি, আর এই অভিযোগে রাজ্যটির বর্তমান সরকারকে কথিত অনুপ্রবেশের দায়ে দাগাইয়া দেওয়া যায়। যেই কারণে কোনো যাচাই-বাছাই ব্যতিরেকে বিভিন্ন বিজেপিশাসিত রাজ্য হইতে বাংলাভাষীদের আটক করিয়া বাংলাদেশে পুশইন করা হইতেছে। বাংলাদেশ সরকার বরাবরই বলিয়া আসিতেছে, প্রকৃত কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বেআইনিভাবে অবস্থান করিলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁহার প্রত্যাবাসনে কোনো বাধা নাই। উপরন্তু, বাংলাদেশের তো বটেই, ভারতেরও আইন অনুযায়ী পুলিশ কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করিলে তাঁহাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করিতে হয়। এই নিয়ম বিদেশিদের জন্যও সমানভাবে প্রযোজ্য। ভারতের মানবাধিকার সংগঠন ‘মাসুম’-এর প্রধান কিরীটী রায় বিবিসি বাংলাকে বলিয়াছেন, ‘বিদেশ হইতে কেহ যদি পাসপোর্ট-ভিসা ব্যতিরেকে ভারতে আসেন, তাহা হইলে তাঁহাকে চিহ্নিত করিয়া গ্রেপ্তার করিয়া ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করিতে হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে বিদেশি আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী মামলা হয়। মামলায় সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হইলে তাঁহার সাজা হইবে। সাজার মেয়াদ উত্তীর্ণ হইলে আদালতের মাধ্যমেই সংশ্লিষ্ট ব্যক্তি যেই দেশ হইতে আসিয়াছেন, তথায় ফেরত পাঠাইতে হইবে।’ কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বরাবরই সেই আইন উপেক্ষা করিয়াছে, অদ্যাবধি যাহা অব্যাহত আছে। জানা গিয়াছে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের নানা রাজ্যে অনুপ্রবেশকারী খুঁজিবার অভিযান শুরু হয়। সেই অভিযানে আটককৃতদেরই অনেককে বাংলাদেশে ঠেলিয়া দিতেছে বিএসএফ। এমনকি পুশইনের শিকার অনেকে নির্যাতনের অভিযোগও করিয়াছেন, যাহা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।
আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারকে ভারতের সহিত সংশ্লিষ্ট ইস্যুতে কূটনৈতিক প্রয়াস জোরদার করিতে হইবে। এই ক্ষেত্রে দুই দেশের মানবাধিকার সংগঠন এবং জনগণকেও সোচ্চার হইবার জন্য উদ্বুদ্ধ করা যায়।