৮৫ ব্রোকারেজ হা্উসকে আগস্টের মধ্যে চালু করতে হবে ব্যাক অফিস সফটওয়্যার
Published: 3rd, July 2025 GMT
দেশের দুই স্টক এক্সচেঞ্জের ৮৫টি ব্রোকারেজ হাউসকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ বৃহস্পতিবারের সভায় এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ২৯১টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২৪৪টি এরই মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালু করেছে। আর যেসব ব্রোকারেজ হাউস এখনো এই ধরনের সফটওয়্যার চালু করেনি, তাদের আগামী আগস্টের মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস চালুর সময়সীমা বেঁধে দিয়েছে বিএসইসি। এর মধ্যে ৬টিকে চলতি মাসের মধ্যে, ২৭টিকে ১৫ আগস্টের মধ্যে এবং বাকিদের আগস্টের মধ্যে এই ধরনের সফটওয়্যার চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসইসির তালিকা অনুযায়ী, যে ৮৫টি ব্রোকারেজ হাউসকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে ৩৮টি সিএসইর সদস্যভুক্ত। বাকি ৪৭টি ডিএসইর সদস্যভুক্ত।
জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে শেয়ারবাজারে সমন্বিত ‘ব্যাক অফিস সফটওয়্যার বা বিওএস বা বস’ চালুর উদ্যোগ নেয় বিএসইসির তৎকালীন নেতৃত্ব। এ ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাব সংরক্ষণ করা হয়। তাই সফটওয়্যারের মাধ্যমে যাতে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাবে কোনো গরমিল না হয়, সে জন্য সমন্বিত সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছিল বিএসইসি। গত বছরের মার্চের মধ্যে সব ব্রোকারেজ হাউসের এই সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছিল। পরে ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হয়। এখন এসে বিএসইসি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, যারা এখনো এই সফটওয়্যার চালু করেনি তাদের জন্য।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সফটওয় য র চ ল র ব এসইস সময়স ম
এছাড়াও পড়ুন:
গৌহাটি টেস্টে ‘লাঞ্চের আগে টি-ব্রেক’! জানুন কেন এই ব্যতিক্রম
টেস্ট ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী দিনের বিরতিগুলোর ক্রম থাকে- টস, লাঞ্চ, টি এবং শেষে স্টাম্পস। কিন্তু আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে সেই নিয়ম ভেঙে দেখা যাবে এক অভিনব দৃশ্য। ২২ নভেম্বর গৌহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টেস্টে লাঞ্চের আগে দেওয়া হবে টি-ব্রেক। ভারতীয় টেস্ট ইতিহাসে যা ঘটছে প্রথমবারের মতো।
কেন লাঞ্চের আগে টি-ব্রেক?
গৌহাটির বারসাপারা স্টেডিয়াম ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত। যেখানে সূর্যোদয় হয় দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক আগে। ফলে সন্ধ্যা নেমেও আসে তাড়াতাড়ি। এই প্রাকৃতিক সময়ের পার্থক্যের কারণে দিনের পূর্ণ ৯০ ওভার খেলা শেষ করা প্রায়ই কঠিন হয়ে পড়ে। তাই খেলার সময় সর্বোচ্চভাবে কাজে লাগাতে এবং আলো নিভে যাওয়ার আগেই দিনের খেলা শেষ করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে বিরতির সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।
আরো পড়ুন:
রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে
রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ
নতুন সময়সূচি:
নতুন সূচি অনুযায়ী ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। যা ভারতের স্বাভাবিক টেস্ট সময়ের (সকাল ৯টা ৩০ মিনিট) চেয়ে আধঘণ্টা আগে।
প্রথম সেশন: সকাল ৯টা থেকে ১১টা,
টি-ব্রেক: সকাল ১১টা থেকে ১১টা ২০ পর্যন্ত (২০ মিনিট),
দ্বিতীয় সেশন: সকাল ১১টা ২০ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত,
লাঞ্চ ব্রেক: দুপুর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত (৪০ মিনিট),
শেষ সেশন: দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এতে সূর্যাস্তের আগেই খেলা শেষ করা সম্ভব হবে। আবার দর্শকরাও পাবেন দিনের পূর্ণ খেলার স্বাদ।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই পরিবর্তন নিঃসন্দেহে এক অভিনব অধ্যায়, যা প্রমাণ করে খেলার সৌন্দর্য যেমন ঐতিহ্যে, তেমনি তা সময়ের প্রয়োজনেও অভিযোজিত হয়।
ঢাকা/আমিনুল