কুড়িগ্রামে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, নিমজ্জিত ফসলের ক্ষেত
Published: 20th, May 2025 GMT
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে নদ-নদীর অববাহিকাসহ নিচু এলাকার ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়, ফায়ার সার্ভিস, পিটিআই চত্বরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে তিস্তার অববাহিকার বাদাম, তিলসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
অন্যদিকে কুড়িগ্রাম পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে টানা বৃষ্টিপাতে জেলা শহরের ফায়ার সার্ভিস চত্বর, পিটিআই চত্বর, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হাঁটু পানি জমেছে। এতে দুর্ভোগে পড়ছেন এসব কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, উজানের পানি ও টানা বৃষ্টিতে তিস্তা পানি বৃদ্ধি পেয়ে অববাহিকার নতুন চরগুলোতে চাষাবাদ করা বাদাম ও তিলের ক্ষেতে পানি উঠেছে। কিছু ক্ষেত তলিয়ে গেছে। পানি আরও বৃদ্ধি পাচ্ছে। দ্রুত পানি না নামলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আসা মমিনুল হক জানায়, বৃষ্টি হলেই জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হাঁটু পানি জমে থাকে। অফিসে ঢোকার কোন ব্যবস্থা নেই।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো.
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী ৩ থেকে ৪ দিন তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
ঢাকা/বাদশাহ্/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫