কুড়িগ্রামে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, নিমজ্জিত ফসলের ক্ষেত
Published: 20th, May 2025 GMT
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে নদ-নদীর অববাহিকাসহ নিচু এলাকার ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়, ফায়ার সার্ভিস, পিটিআই চত্বরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে তিস্তার অববাহিকার বাদাম, তিলসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
অন্যদিকে কুড়িগ্রাম পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে টানা বৃষ্টিপাতে জেলা শহরের ফায়ার সার্ভিস চত্বর, পিটিআই চত্বর, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হাঁটু পানি জমেছে। এতে দুর্ভোগে পড়ছেন এসব কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, উজানের পানি ও টানা বৃষ্টিতে তিস্তা পানি বৃদ্ধি পেয়ে অববাহিকার নতুন চরগুলোতে চাষাবাদ করা বাদাম ও তিলের ক্ষেতে পানি উঠেছে। কিছু ক্ষেত তলিয়ে গেছে। পানি আরও বৃদ্ধি পাচ্ছে। দ্রুত পানি না নামলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আসা মমিনুল হক জানায়, বৃষ্টি হলেই জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হাঁটু পানি জমে থাকে। অফিসে ঢোকার কোন ব্যবস্থা নেই।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো.
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী ৩ থেকে ৪ দিন তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
ঢাকা/বাদশাহ্/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম, স্থলাভিষিক্ত হবেন নজরুল
ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তার ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। জসীম উদ্দিনের ছুটিতে গেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েক মাস ছুটিতে থাকবেন পররাষ্ট্রসচিব। এরই মধ্যে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন।
এই নিয়ে দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।