দুই দিন আগে একই প্রতিযোগিতার সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের ছেলেরা। আজ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েরাও সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে মেয়েদের জন্য এই প্রাপ্তিটা একটু বেশিই মর্যাদারা। কারণ, এবারই প্রথম এশিয়া কাপ খেলতে গেছে তারা। আর প্রথমবারই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে।

আজ চীনের দাজহুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল তারা। পুল ‘এ’–তে থাকা চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। একে আছে জাপান। তাদের পয়েন্ট ৯।

যদিও মেয়েদের শুরুটা হয়েছিল জাপানের কাছে ১১-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় তারা। তাতেই সেমিফাইনালের আশা টিকে থাকে।

এদিন হংকংয়ের বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৩৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন কণা আক্তার। একই কোয়ার্টারে আইরিন রিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ। শেষ কোয়ার্টারে হংকং ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও লাভ হয়নি। উল্টো ৫৭ মিনিটে অধিনায়ক সারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম ফ ইন ল

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ