নিখোঁজের এক দিন পর পঞ্চম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তার ময়নার (১০) লাশ স্থানীয় মসজিদের দোতলা থেকে উদ্ধার হলেও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদ থেকে গতকাল রোববার সকালে ময়নার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে সতীর্থদের সঙ্গে বের হয়ে আর ফেরেনি ময়না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিংয়ের পর রাতে সরাইল থানায় জিডি করা হয়।
লাশ উদ্ধারের ঘটনায় রোববার রাতেই ময়নার মা লিপি আক্তার বাদী হয়ে সরাইল থানায় ধর্ষণ শেষে হত্যার অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মসজিদের ইমাম হামিদুর রহমান (৩০) ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে (২১) এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
পুলিশ জানিয়েছে, ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডিও বিষয়টি তদন্ত করছে।
এদিকে পরিবারের সদস্যদের দাবি, পূর্ববিরোধের জেরে নয়, পাশবিকতার মনোবৃত্তি থেকেই ধর্ষণ শেষে ময়নাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের খবর পেয়ে ময়নার প্রবাসী বাবা দেশে ফিরছেন। লাশবাহী অ্যাম্বুল্যান্স বাড়ির আঙিনায় রাখা হলে শাহবাজপুর গ্রামসহ আশপাশ এলাকার শত শত নারী-পুরুষ ময়নাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।
ময়নার মা জানান, মসজিদের ইমাম হামিদুর ময়নার লাশ মসজিদের দোতলায় পড়ে থাকার খবর দেন তাঁকে। তিনি তাঁর ভাশুর হাবিবুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ময়নার বিবস্ত্র লাশ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় সালোয়ার প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে তিনি সেখানেই জ্ঞান হারান।
লিপি আক্তার বলেন, দুপর আড়াইটার দিকে ময়না মাদ্রাসারা অনুষ্ঠানে যায়। বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে আমাকে দিয়ে প্রায় সাড়ে ৩টার দিকে বাইরে যায়। আমাদের কোনো শত্রু নেই। যে বা যারা ময়নাকে এভাবে ধর্ষণ শেষে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।
প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ময়না আত্বাকুয়া নুরানি তাহাফ্ফুজে কোরআন মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। সেই মাদ্রাসার অধ্যক্ষ শাহ মো.
লতিফ মোস্তারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত ময়না। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোছাম্মৎ লায়লা বেগম জানান, ময়না খুবই মেধাবী ছিল। সে বৃহস্পতিবারও স্কুল করেছে। আমাদের বিদ্যালয়ে কাব লিডার ছিল ময়না। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এশার নামাজের পর মসজিদে প্রবেশের দুটি গেটই বন্ধ থাকে। ফজর নামাজের সময় তা আবার খোলা হয়। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মসজিদের ভেতরেই তাদের নির্ধারিত কক্ষে রাতে থাকেন।
আসর, মাগরিব ও এশার নামাজের পর মসজিদের মাইকে ময়না নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়েছিল। মুসল্লি তাজুল ইসলাম জানান, শুক্রবার ছাড়া মসজিদের দোতলায় কেউ নামাজ আদায় করেন না। রোববার সকালে শিশুরা মক্তবে পড়তে এসে দৌড়াদৌড়ি করে দোতলায় গিয়ে লাশ দেখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের দক্ষিণ পাশ শহীদ বীর মুক্তিযোদ্ধা আশফাকুল মতিন খসরু স্মৃতি পাঠাগার। সেখানে কয়েক মাস আগ পর্যন্ত ঢাকা থেকে একজন চিকিৎসক এসে বিন্যামূল্যে চিকিৎসা দিতেন। এখন সেখানে কিছু লোক আড্ডা বসায়।
সরাইল থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, আটক ইমাম ও মুয়াজ্জিনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তদন্তের স্বার্থেই মামলার অগ্রগতির বিষয়ে কিছু জানাতে চাননি তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় মসজ দ র দ র বব র ময়ন র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।
নারী ওয়ানডে বিশ্বকাপবাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ওয়ার্ল্ড ট্যুর
বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২