ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলবে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচে বৃষ্টি বড় বাধা সৃষ্টি করতে পারে। ওই বাধা পেরিয়ে মাঠে বল গড়ালেও দলের সিনিয়র সদস্য নাজমুল হোসেন শান্তকে নাও পেরে পারে বাংলাদেশ দল। 

তিনি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েন। ম্যাচের দিন অনুশীলনের সময় তার ফিটনেস পরীক্ষা হবে। ওই পরীক্ষায় পাস করতে পারলে খেলানো হতে পারে শান্তকে। তবে তার না খেলানোর সম্ভাবনা বেশি বলেই জানা গেছে। 

শান্তর ইনজুরি সম্পর্কে দলের একটি সূত্র জানিয়েছে, তার সম্পর্কে অনুশীলনের পরই কিছু বলা সম্ভব। নেটে তিনি কেমন করেন, ফিল্ডিংয়ে কেমন করেন, এসব দেখেই বলা সম্ভব। নেটে সোমবার ব্যাটিংয়ে নেমেছিলেন শান্ত। সেখানে তাকে সাবলীল মনে হয়নি। ফিজিও বায়েজিদও এমনটাই বলেছেন।  

শান্ত সিরিজ নির্ধারণী এই ম্যাচে খেলতে না পারলে তার জায়গায় দলে থাকা টপ অর্ডার ব্যাটার নাঈম শেখ সুযোগ পেতে পারেন। নাঈম ঘরোয়া ক্রিকেটে ভালো করায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তবে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি। 

কলম্বোর দুই ওয়ানডে ম্যাচে টপ অর্ডারের ব্যাটিংয়ের দায়িত্বে ছিলেন তানজিদ তামিম, পারভেজ ইমন ও নাজমুল শান্ত। এর মধ্যে তানজিদ প্রথম ম্যাচে এবং ইমন দ্বিতীয় ম্যাচে ফিফটি পেয়েছেন। যে কারণে তাদের ওপেনিংয়ে রেখে দেওয়ার সম্ভাবনা বেশি। শান্ত খেলতে না পারলে তিনে ব্যাটিং করবেন নাঈম।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ