গণ–অভ্যুত্থান সফল না হলে হয়তো আমাদের অনেককে পরে শহীদ হতে হতো: উপদেষ্টা আসিফ মাহমুদ
Published: 7th, July 2025 GMT
৫ আগস্টের গণ–অভ্যুত্থান সফল না হলে আরও বহু মানুষকে শহীদ হতে হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, ‘যদি আমাদের গণ–অভ্যুত্থানে সফলতা না আসত, তাহলে আমরা হয়তো একটা ভিন্ন বাংলাদেশে থাকতাম। হয়তো আমাদের অনেককে সেই ঘটনার পরে শহীদ হতে হতো। তবে আনাসরা, জুনায়েদরা আমাদেরকে ব্যর্থ হতে দেয়নি। তাদের মতো আরও শত শত মানুষ সেদিন সফলতার জন্য, চূড়ান্ত সফলতার জন্য জীবন দিয়েছে।’
আজ সোমবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাহারিয়ার খান আনাসের নামে সড়ক এবং শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে চত্বর উদ্বোধন অনুষ্ঠানে আসিফ মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দীর্ঘ দুই যুগের ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ তৈরি করে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদেরা। তাই তাদেরকে শুধু স্মরণে রাখলে হবে না, যে প্রেরণার জায়গা থেকে, যেই দেশপ্রেমের জায়গা থেকে তারা জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আজন্ম লড়াই করে যেতে হবে।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশে আর কাউকে যেন জীবন দিতে না হয়, সে জন্য শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, গণ–অভ্যুত্থানে শহীদেরা প্রমাণ করেছে এই প্রজন্ম এমন একটি মন নিয়ে জন্মেছে, যারা কোনো অন্যায়কে মেনে নেয় না। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যদি বৃথা যায়, তাহলে যাঁরা দায়িত্ব নিয়েছেন, তাঁরাও দায়ী হবেন।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, চাঁনখারপুলে ৫ আগস্টে যে ছয়জনকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারে চার্জ (অভিযোগ) গঠনের আদেশ হবে এ মাসের ১৪ তারিখ। আর আগস্টের শুরুতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তিনি বলেন, যারা নির্বিচার পাখির মতো মানুষকে মেরেছে, তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো.
এ সময় শহীদ শাহারিয়ার খান আনাস ও শহীদ মেহেদী হাসান জুনায়েদের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা আনাস, জুনায়েদসহ গণ–অভ্যুত্থানের সব শইীদের আত্মত্যাগকে মনে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ শাহারিয়ার খান আনাসের নামে ধূপখোলা এলাকার একটি সড়কের নামকরণ ফলক উন্মোচন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে একটি চত্বর উদ্বোধন করেন তিনি। পরে দুই শহীদের স্মরণে চত্বরসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে দোয়া করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন উপদ ষ ট আম দ র
এছাড়াও পড়ুন:
সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।
সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।
ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।
আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫