Samakal:
2025-07-08@00:05:37 GMT

পরিবেশ সুরক্ষায় সচেতনতা

Published: 7th, July 2025 GMT

পরিবেশ সুরক্ষায় সচেতনতা

জীববৈচিত্র্য, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। বিষয়টি বিবেচনায় নিয়ে ‘রক্ষা করি পরিবেশ, গড়ি সুন্দর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সুহৃদ সমাবেশ শুরু করেছে ‘পরিবেশ সুরক্ষায় সচেতনতা’ কার্যক্রম। কর্মসূচির আওতায় ৬ জুলাই বিকেলে নওগাঁয় সুহৃদরা আয়োজন করে মানববন্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম।


‘প্রকৃতির প্রতি যত্ন নাও, সে তোমাকে ভালোবাসবে। উপেক্ষা কর, সে রুষ্ট হবে।’ এই প্রবাদ এখন আর কাব্য নয়, হয়ে উঠেছে কঠিন বাস্তবতা। নওগাঁ শহরে নিরুপদ্রব দুপুরে হঠাৎ করেই যেন বদলে গেল বাতাসের সুর। শহরের সিও অফিস চকবাড়িয়া এলাকার প্রশিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন সুহৃদরা। কারও হাতে ঝাঁটা, কারও ব্যানার, আবার কারও হাতে ঝুড়ি। চোখেমুখে প্রত্যয় প্রকৃতি সুরক্ষার আহ্বান নিয়ে নেমে এসেছেন তারা। নিঃশব্দে নিরুচ্চার তবে হৃদয় থেকে উৎসারিত এক প্রতীকী আন্দোলন গড়ে তোলার প্রবল প্রচেষ্টা। পরিবেশ সুরক্ষায় নানা কর্মসূচি আজ তাদের প্রসঙ্গ। 
সচেতনতায় মানববন্ধন
ব্যস্ত শহরের কোলাহলের মাঝে এক মুহূর্তের জন্য থমকে যায় সময়। যেন শহরও কৃতজ্ঞতায় মাথা ঝুঁকিয়ে বলে তোমরা সত্যিই ভিন্ন কেউ। পরিবেশ সুরক্ষায় প্রাণবন্ত কর্মসূচির নেতৃত্ব দেন সুহৃদ সমাবেশের নওগাঁর সভাপতি মৌদুদুর রহমান কল্লোল। আয়োজন সমন্বয় করেন সুহৃদ সমন্বয়ক কাজী কামাল হোসেন। পরিবেশের প্রতি উদ্বেগ প্রকাশ করে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সহসভাপতি মুরাদ হাসান, সুবল চন্দ্র মণ্ডল, পুতুল রানী ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেব। চন্দন কুমার দেব বলেন, নদী শুকিয়ে যায়, গাছ হারিয়ে যায়, বাতাস বিষিয়ে ওঠে এই গল্প আমাদের নয়, আমরা লিখতে চাই ভিন্ন ইতিহাস।’
এই আয়োজনে আশার উৎস ছিলেন প্রশিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থী-শিক্ষকরা। শিক্ষক উজ্জ্বল কুমার, মুনিরা আক্তার, রুমা পারভীন, খাইরুন নাহার খুশি, তনুকা আক্তার, ফারজানা আক্তার তাদের চোখে ছিল আগামীর স্বপ্ন। শিশুরাও এ কাজে সহযোগিতা করেছে প্রাণ খোলে। এ যেন এক জীবন্ত পাঠশালা, যেখানে শিক্ষার্থীরা পাঠ নিচ্ছে সচেতনতার, দায়িত্ববোধের এবং সহমর্মিতার।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মানববন্ধনের পর হঠাৎ করেই দেখা গেল দৃশ্যপটের পরিবর্তন। মানুষগুলো এবার তুলে নিল ঝাড়ু ও ঝুড়ি। কেউ রাস্তা ঝাড়ছেন, কেউ ডাস্টবিনে ফেলছেন ময়লা। পথচারীদের অনুরোধ করা হচ্ছে ‘আপনার একটুখানি সচেতনতা অনেক দূষণ বাঁচাতে পারে।’
সদস্যদের কেউ কেউ নিজের হাতেই আবর্জনা তুলে ফেলেন ডাস্টবিনে, যেন কথাকে কাজে রূপ দেওয়ার এক নিঃশব্দ ঘোষণা। শিশুরা দেখছে আর শিখছে। ‘আমরা নদীর ওপর শহর গড়েছি, বন উজাড় করে বাসাবাড়ি বানিয়েছি। অথচ ভুলে গেছি এই গাছ, এই পানি, এই মাটি ছাড়া আমরা কেউই টিকে থাকতে পারব না। এখনই যদি সচেতন না হই, হয়তো আমরা আমাদের সন্তানদের জন্য একটি বিষাক্ত পৃথিবী রেখে যাব।’ তারা জানান, পরিবেশদূষণের সবচেয়ে বড় কারণ প্লাস্টিকের অব্যবস্থাপনা, সচেতনতার অভাব এবং নাগরিক দায়িত্বে গাফিলতি। আমাদের সচেতন হতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি
কর্মসূচির অন্যতম পর্ব হচ্ছে বৃক্ষরোপণ। স্কুলভিত্তিক সচেতনতামূলক সেমিনার, শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, গাছের চারা রোপণ এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহার ও কাজে মানুষকে সচেতন করা। পরিবেশ রক্ষার অন্যতম নিয়ামক গাছ। তাই দেশজুড়ে সুহৃদদের সঙ্গে তাল মিলিয়ে নওগাঁর সুহৃদরাও বৃক্ষরোপণ শুরু করেছেন। এই কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ বিষয়ে সিদ্ধান্ত হয়। 
আসুন, নিঃশব্দে নিজের কাছে নিজেকে প্রশ্ন করি– ‘আমি কী করছি পরিবেশ রক্ষার জন্য, আমরা কি চারপাশ পরিষ্কার রাখছি, বৃক্ষরোপণ করছি পর্যাপ্ত, প্লাস্টিক ব্যবহারে সংযমি হয়েছি? এমন প্রশ্নের উত্তর যদি হয় ‘না’ তবে আজ থেকেই শুরু করি।’ এমন আহ্বানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। v
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, নওগাঁ

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ পর ব শ র র জন য

এছাড়াও পড়ুন:

যৌথবাহিনী বন্ধ করল জনতার বাজার, তাৎক্ষণিক জমে উঠল মেলার বাজার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে পশুরহাট শনিবার বসতে দেয়নি আইনশৃংখলা বাহিনী। জনতার বাজার বন্ধ ঘোষণার পরপরই বাজার রক্ষার জন্য ‘দিনারপুর পরগনাবাসী’ ব্যানারে একটি মানববন্ধন করা হয়।

জনতার বাজার বন্ধ হয়ে গেলে হাজীগঞ্জ মেলার বাজারে তাৎক্ষণিক বসানো হয় গরুর হাট। জনতার বাজার থেকে ওই বাজারটি ৫০০ থেকে ১ হাজার ফুট দূরে।

শনিবার সকালে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের বিশেষ টিম জনতার বাজারের আশপাশে অবস্থান নেয়। এই বাজারে আসা লোকজন ও ব্যবসায়ীদের গরু নিয়ে বাজার ত্যাগ করার জন্য মাইকিং করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে বিপাকে পড়েন বাজারে আসা হাজারো গরু ব্যবসায়ী। পরে তারা নিরূপায় হয়ে পাশের হাজীগঞ্জ মেলার বাজারে গরু নিয়ে ওঠেন। মুহুর্তের মধ্যে সেখানে কয়েক হাজার গরু জমায়েত হলে পুরো বাজারটি জমে ওঠে। 

জনতার বাজার পরিচালনা কমিটি বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে প্রশাসন তাদের বাজার বন্ধ করে দিয়েছে এই অভিযোগে দিনারপুর পরগনাবাসী নামে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জনতার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আহমদ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য দেন ডা. আবুল কালাম আজাদ, আব্দুশ শহীদ, আব্দুর রশিদ, ময়না মিয়া, কাজী জাহিদ আহমদ, সাবেক মেম্বার স্বপন মিয়া প্রমুখ।

জানা গেছে, ২০২৫ সালের ৭ জানুয়ারি হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমান হাটটিকে অবৈধ ঘোষণা করে ৩১ জানুয়ারির পর হাট বন্ধের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মাইকিং ও নোটিশও টাঙানো হয়। নির্দেশনায় উল্লেখ ছিল, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি বা অনুমোদনহীন হাট পরিচালনা করলে হাট-বাজার আইন ২০২৩ এবং মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে। তবে এসব নির্দেশনার বিরুদ্ধে জনতার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আহমদ হাইকোর্টে রিট করেন। তখন জেলা প্রশাসনের আদেশ হাইকোর্ট স্থগিত করে রুল জারি করেন। এর পর থেকে বাজারটি থেকে কোনো রাজস্ব আদায় করা হচ্ছে না। ফলে বাজার পরিচালনা কমিটি প্রত্যয়নপত্রের মাধ্যমে রাজস্ব আদায় করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কাজ না করেই অর্ধেক টাকা তুলে নেন ঠিকাদার
  • তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার দাবি শিক্ষার্থীদের
  • মাইমুনা হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন
  • টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম নিহত ফারুকের নামে করার দাবি
  • মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপি মানববন্ধন 
  • ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
  • দোহারে বিএনপি নেতা শিক্ষক হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • যৌথবাহিনী বন্ধ করল জনতার বাজার, তাৎক্ষণিক জমে উঠল মেলার বাজার