রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে: নাহিদ
Published: 7th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, দুর্নীতিবাজদের পরিবর্তন করতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘যারা ব্যানার ছিঁড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, বাংলাদেশের মাটিতে আজকে তাদের ঠাঁই হয়নি। স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি, তাদের পরিণতিও ফ্যাসিবাদের মতোই হবে।’’
সোমবার (৭ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
এবারের লড়াই দেশ গড়ার : নাহিদ
গণভবন জয় করেছি, সংসদও জয় করব: নাহিদ ইসলাম
সিরাজগঞ্জবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫ আগস্ট। কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে ৪ আগস্ট। প্রথমে এই জেলা স্বাধীন হওয়ায় ফ্যাসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানে আমরা আপোস করিনি। দেশ গঠনের এ যাত্রাতেও আমরা আপোস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, সেই একইভাবে আমরা দেশ গঠন করব।’’
গণঅভ্যুত্থানে শহীদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘‘আন্দোলনে অনেক ভাই-বোন শহীদ হয়েছে। তাদের শহীদি মর্যাদা নিশ্চিত করতে হবে। সেজন্য প্রয়োজন জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের জুলাই সনদে স্বীকৃতি দিতে হবে। এতে আমরা টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না।’’
সিরাজগঞ্জের উন্নয়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা এতদিন উন্নয়নের গল্প শুনেছি, যমুনাপাড়ের এসে দেখি কিছু নেই। আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ সিরাজগঞ্জের মাটি থেকে চিরতরে নির্মূল করতে পারব।’’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘৫ আগস্টে যদি খুনি হাসিনার পতন না হতো, তাহলে গণভবনে ডিসি-এসপিরাই প্রমোশনের জন্য লাইন ধরত। তাই বলতে চাই, আমাদের হারানোর কিছু নেই। কেননা আমাদের লুটপাটের ব্যাংক নেই, আমরা হারাব। আমাদের আছে শুধু মানুষের ভালোবাসা। প্রয়োজনে আমরা দেশের জন্য রাস্তায় এসে আবারো জীবন দেব।’’
দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডা.
পথসভা শেষে নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় এসে শেষ করে। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনার উদ্দেশে রওয়া হয়।
ঢাকা/রাসেল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম স র জগঞ জ র পতন
এছাড়াও পড়ুন:
পরিচয় শনাক্তে তোলা হচ্ছে ১১৪ জুলাই শহীদের লাশ
পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ তোলা হচ্ছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লাশ উত্তোলন শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আরো পড়ুন:
এনজিওর ৬০০ কোটি টাকা প্রতারণা, সিআইডির অভিযানে তনু গ্রেপ্তার
১০০ কোটি টাকা পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা
ঘটনাস্থল থেকে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, “আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।”
তিনি আরো বলেন, “এই কবরস্থানে যারা নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন, তাদের পরিচয় তখন যাচাই-বাছাই করা হয়নি। তাদের পরিচয় উদঘাটন করা জাতির প্রতি আমাদের একটি দায়িত্ব। আজ সেই মহান কাজের সূচনা হলো।”
জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ৪০ বছরে ৬৫টি দেশে এ ধরনের অপারেশন পরিচালনা করেছেন বলে বাসসের খবরে বলা হয়।
সিআইডি’র প্রধান বলেন, “লাশ শনাক্তের জন্য এরইমধ্যে ১০ জন আবেদন করেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে শহীদের সংখ্যা ১১৪ জনের বেশি। প্রকৃত সংখ্যা লাশ উত্তোলনের পর জানা যাবে।”
তিনি আরো বলেন, “সব লাশের পোস্টমর্টেম করা হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরে ডিএনএ প্রোফাইল তৈরি করে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে।”
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত হলে, পরিবার চাইলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, “ডিএনএ সংগ্রহের পর, যে কেউ আবেদন করলে সহজেই শনাক্ত করা যাবে। সিআইডির হটলাইন নম্বরগুলো জানিয়ে দেওয়া হবে, যাতে যে কেউ যোগাযোগ করতে পারেন।”
এ সময় ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের (ইউএনএইচআর) সহযোগিতায় আগত আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, “আমি গত তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক মান বজায় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হবে।”
ঢাকা/ইভা