চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
Published: 7th, July 2025 GMT
বকেয়া বেতনের দাবিতে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সোমবার দেড়টার দিকে নগরের সিইপিজেডের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ করেন কারখানাটির কয়েকশো শ্রমিক। এ সময় সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। বিকেল চারটার দিকে তারা অবরোধ তুলে নিয়ে সিইপিজেডের ভেতরে অবস্থান নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, মে ও জুন দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানাটি বন্ধ করে দেয় বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথোরিটি (বেপজা)। জুলাইয়ের দুই তারিখ বেতন পরিশোধের কথা ছিল। সেদিন দুপুর পর্যন্ত অপেক্ষার পর বেপজা কর্মকর্তারা শ্রমিকদের ৭ তারিখ আসতে বলেন। সোমবার সকাল থেকে তারা দুই ঘণ্টা কারখানার সামনে বসে থাকলেও বেপজার কেউ এসে তাদের সঙ্গে কথা বলেননি। কারখানার সামনেই তারা তিনঘণ্টা বিক্ষোভ করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দিয়ে বেপজা গেটের সামনে অবস্থান নেন।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ঠিক সময়ে বেতন না দেওয়ায় কারখানাটিতে বারবার শ্রমিক অসন্তোষ হচ্ছে। এ অবস্থায় কারখানাটি বন্ধ করে দেয় বেপজা কর্তৃপক্ষ। কারখানাটির কাছ থেকে বেপজার পাওনা প্রায় ২৮ কোটি টাকা।
ইপিজেড থানার ওসি জামির হোসেন জিয়া বলেন, বন্ধ থাকা কারখানাটির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল। বেপজা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সমাধানের আশ্বাস দেওয়ায় তারা সড়ক ছেড়ে দিয়ে সিইপিজেডের ভেতরে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
গত ৮ মে চট্টগ্রামে একই মালিকের দুটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশো শ্রমিক। নগরের ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলসের শ্রমিকরা ও নগরের দুই নম্বর গেটে রহিমা গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ করেন। পোশাক কারখানা দুইটির ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান খান। রহিমা গার্মেন্টস নগরের ষোলশহর হালকা শিল্প এলাকায় অবস্থিত। থিয়ানিস অ্যাপারেলস নগরের ইপিজেডে অবস্থিত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ র স মন নগর র অবস থ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫