ভারতীয় সুপারহিরো ঘরানায় নতুন সিনেমা ‘কৃষ-৪’। ‘ওয়ার ২’-এর পর যদি কোনও ছবি নিয়ে হৃতিক রোশনের ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে, তবে সেটা ‘কৃষ ৪’। আর এবার তো চমকের শেষ নেই!

এই সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাকের খবর যখন ভক্তদের উল্লাস চরমে, সেখানে এবার আরও বড় খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’ সিনেমায় নাকি থাকছেন প্রীতি জিনতা ও বর্ষীয়ান অভিনেত্রী রেখাও! অর্থাৎ ‘কই মিল গেয়া’ ও ‘কৃষ’ ফিরিয়ে আনতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, এই ছবিতে হৃতিক রোশন অভিনয় করবেন তিনটি ভিন্ন চরিত্রে। টাইম ট্র্যাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের বিভিন্ন সময়ে কৃষকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মোকাবিলা করতে।

সবচেয়ে বড় টুইস্ট হল-এই ছবির পরিচালনায় থাকছেন স্বয়ং হৃতিক রোশন। ‘কৃষ ৪’ হবে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ। গল্পে টাইম ট্র্যাভেল থাকছে, যা বলিউডে একদম নতুন ও অভিনব কনসেপ্ট হতে চলেছে।

ইতিমধ্যে মুম্বইয়ের ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয়েছে জোরকদমে প্রি-প্রোডাকশনের কাজ। ভিএফএক্স টিম ব্যস্ত ছবির প্রি-ভিজুয়ালাইজেশন নিয়ে, আর হৃতিক নিজে আদিত্য চোপড়া ও তার রাইটার্স টিমের সঙ্গে স্ক্রিপ্টে শেষ মুহূর্তের কাজ। ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

হৃতিক এখন ব্যস্ত তার পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’–এর প্রচারে। ছবিতে তার সঙ্গে ভিলেনের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন গর্ভবতী অভিনেত্রী কিয়ারা আদভানি। সূত্র: দ্য ওয়াল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ত ক র শন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ