সাম্প্রতিক আন্দোলন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে কারও ভয়ের কোনো কারণ নেই। তবে বড় আকারে সীমা লঙ্ঘনকারীদের হয়তো ভিন্নভাবে দেখা হবে। 

আহ সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে, তিনি কাস্টমস হাউসের কাজে স্বচ্ছতা আনতে তিনটি সফটওয়্যার উদ্বোধন করেন।

এনবিআরের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের অভয় দেওয়া হচ্ছে। প্রত্যেকে দায়িত্বশীল আচরণ ও নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করলে তাদের ভয়ের কোনো কারণ থাকতে পারে না। আর কেউ কেউ হয়তো অনেক বড় আকারেই সীমা লঙ্ঘন করেছেন, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে।

এনবিআরের অবসর ও বদলি সংক্রান্ত বিষয়ে আব্দুর রহমান খান বলেন, কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা সবাইকে বুঝতে হবে। যদি এনবিআর কর্তৃপক্ষের কারণে এসব ঘটতো তাহলে কি মাত্র পাঁচজনের ক্ষেত্রে হতো। আন্দোলনে কি শুধু পাঁচজনে গিয়েছেন? এনবিআর ব্যবস্থা নিলে তো অনেকের বিরুদ্ধেই নিতো। কিন্তু সেরকম কিছু তো ঘটেনি।

আমদানি-রপ্তানিতে শাটডাউন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে প্রত্যেকে মিলে চেষ্টা করবে এই ক্ষতি কাটিয়ে উঠতে। রাজস্ব কর্মকর্তারাই রাজস্ব আদায় করবে। এত সমস্যার মধ্যেও কিন্তু কর্মকর্তারাই রাজস্ব আদায় করেছে। সুতরাং রাজস্ব আদায় নিয়ে যে ভয় রয়েছে তা কেটে যাবে। অল্প সময়ে সব ঠিক হয়ে যাবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্য খালাসের ক্ষেত্রে এতদিন ভিন্ন পদ্ধতিতে শুল্ক-কর পরিশোধ করতে হতো। সেটি সরাসরি সরকারের কোষাগারে যেতো না। এটাকে পুরোপুরি অনলাইন করা হয়েছে। এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে শুল্ক-কর দেওয়া যাবে। ২৪ ঘণ্টার যেকোনো সময় যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস থেকে সরাসরি শুল্ক-কর পেমেন্ট করে পণ্য খালাস করা যাবে। এতে করদাতাদের সুবিধা হবে। তাছাড়া রাজস্ব আয়টাও সরাসরি সরকারের কোষাগারে যাবে। বর্তমানে ঢাকা আইসিডি, চট্টগ্রাম ও পানগাঁও কাস্টম হাউজে শুল্ক-কর অনলাইন চালানের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে শতভাগ শুল্ক-কর পরিশোধের কাজ এই চালানোর মধ্যে চলে আসবে।

প্রবাসীরা বিদেশ থেকে ফেরার সময় নানা রকমের ঝামেলা পড়েন উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে প্রবাসীদের সঙ্গে টুকটাক জিনিসপত্র থাকে। সেগুলো নিয়ে তাদের ঝামেলা পোহাতে হয়। এর থেকে তাদের মুক্ত করতে একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় যেসব পণ্য খালাস হবে সেগুলোকে দ্রুত এবং ঝামেলামুক্তভাবে খালাস করা হবে। 

এ বছর ব্যাগেজ রুলসে একটা বড় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আব্দুর রহমান বলেন, এটি বাস্তবায়নে ব্যাগেজসংক্রান্ত একটা সফটওয়ার চালু করা হয়েছে। এখন থেকে প্রবাসীরা বিনা ট্যাক্সে বছরে ১০ ভরির মত স্বর্ণ আনতে পারবেন। পাশাপাশি এতদিন প্রবাসীরা বিদেশ থেকে একটা মোবাইল আনলেও কর দিতে হতো। এখন থেকে বছরে একটা মোবাইল বিনা ট্যাক্সে আনতে পারবেন। তবে যারা শ্রম ও জনশক্তি অধিদপ্তরের তথা বিএমইটি কার্ডধারী তারা দুটি মোবাইল আনতে পারবেন। এসব কাজ এই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

এছাড়া বিভিন্ন সময়ে কাস্টমস হাউজে কিছু জিনিসপত্র আটক করা হয়। যেটাকে ডিটেনশন বলে। এই ডিটেনশন মেমোকেও অটোমেটেড করা হয়েছে। যেন আটক পণ্য কীভাবে অ্যাসেসমেন্ট করা হয়েছে সেসব তথ্য যথাযথভাবে সংরক্ষিত থাকে। সেজন্য একটা সফটওয়্যার চালু করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনব আর কর মকর ত শ ল ক কর প রব স ন বল ন

এছাড়াও পড়ুন:

ছাত্রলীগ নেতার মৃত্যু : পুলিশের দাবি, বাড়ির ছাদ থেকে পড়েছেন, হত্যার অভিযোগ পরিবারের

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল্লাহ আরিফকে (৩০) হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। আজ মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁর বাবা বশির উদ্দিন (মাস্টার) এই অভিযোগ করেন।

এ সময় বশির উদ্দিন বলেন, পুলিশ দাবি করছে, ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ছাদ থেকে পড়ার কোনো সুযোগ নেই; সেখানে বাঁশের বেড়া ও প্রতিটি তলায় ব্যালকনি ছিল। পুলিশের আচরণ শুরু থেকেই সন্দেহজনক।

এর আগে গত শনিবার পুলিশ সুপার শরীফুল হক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী অসতর্কতাবশত নিজ বাড়ির ছাদ থেকে পড়ে সাইফুল্লাহ আরিফ মারা গেছেন।

সাইফুল্লাহ আরিফ ভোলা পৌরসভার কালীবাড়ি রোডে নবী মসজিদ গলি এলাকার বশির উদ্দিনের ছেলে। গত ৩১ আগস্ট ভোরে নিজ বাড়ির সামনে থেকে সাইফুল্লাহ আরিফের লাশ উদ্ধার করা হয়।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে বশির উদ্দিন বলেন, ‘আমার ছেলে দুর্ঘটনায় নয়, তাঁকে হত্যা করা হয়েছে। এর কিছু প্রমাণ আছে। আরিফের শরীরে একাধিক কাটা ও ভাঙা জখম ছিল, এমনকি হাতের রগ কাটা ছিল। পুলিশের দাবি করছে, ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ছাদ থেকে পড়ে মৃত্যুর সুযোগ নেই, কারণ, ছাদে বাঁশের বেড়া ও প্রতিটি তলায় ব্যালকনি ছিল। পুলিশ সুপার আমার ছেলেকে নেশাগ্রস্ত আখ্যা দিলেও তাঁর কোনো প্রমাণ দেখাতে পারেননি। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া পুলিশ কীভাবে এমন কথা বলতে পারে। পুলিশের আচরণ শুরু থেকেই সন্দেহজনক। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

বশির উদ্দিন আরও বলেন, সাইফুল্লাহ আরিফ কোনো ধরনের মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। সে ছাত্রলীগের সহসভাপতি হলেও কখনো ক্ষমতার অপব্যবহার করেনি। হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ সত্য গোপন করছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে মামলাটি সিআইডি বা পিবিআইয়ের কাছে তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বশির উদ্দিন বলেন, তাঁর ছেলের সঙ্গে অনেকের বিরোধ ছিল। তবে জমিজমার বিরোধ ও মাদক ব্যবসার বিরোধ নিয়ে তাঁর ছেলে খুন হয়নি। এগুলোর সঙ্গে সে জড়িত ছিল না।

শনিবার পুলিশ শরীফুল হক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, সাইফুল্লাহ আরিফের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে প্রাথমিক তদন্ত শেষে জানা যায়, তিনি অসতর্কতাবশত নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। ৩০ আগস্ট দিবাগত রাত অনুমান ১২টা ১৫ মিনিটে রাতের খাবার শেষে সাইফুল্লাহসহ পরিবারের সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যান। ভোর ৫টা ১০ মিনিটে ফজরের নামাজের জন্য বের হওয়ার সময় তাঁর বাবা বশির উদ্দীন (৭০) বাড়ির সামনে গেটের পাশে রক্তাক্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহালে দেখা যায়, আরিফের মাথা ও হাতে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আরিফ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন এবং হতাশাগ্রস্ত অবস্থায় প্রায়ই ছাদে যেতেন। ঘটনার দিন রাতেও তিনি ছাদে ওঠেন এবং অসতর্কতাবশত রেলিংবিহীন অংশ থেকে পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মারা যান।

পরিবারের অভিযোগ সম্পর্কে আজ দুপুরে পুলিশ সুপার শরীফুল হক মুঠোফোনে বলেন, ‘ওই ঘটনায় তদন্ত চলমান। সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তের কথা জানানো হয়েছে। তদন্তে তথ্য সংযোগ-বিয়োগের সুযোগ রয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির
  • মুসলিম পরিবারে শিশুর নিরাপত্তা
  • পুরোপুরি বিলুপ্তির পর উগান্ডায় আবার ফিরল গন্ডার
  • ছাত্রলীগ নেতার মৃত্যু : পুলিশের দাবি, বাড়ির ছাদ থেকে পড়েছেন, হত্যার অভিযোগ পরিবারের
  • আইফোন এয়ারে একটি ক্যামেরা কীভাবে কাজ করবে