২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড়ের মোড়ে স্বল্প পুঁজি আর অল্প বই নিয়ে যাত্রা শুরু হয়েছিল বাতিঘরের। গত ১৭ জুন একুশ বছরে পা রাখে বাতিঘর। এ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকা বাতিঘরে উৎসবের আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের অষ্টম তলায় আলাপ আড্ডা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে এ আনন্দ উদযাপন করা হবে। এতে লেখক-পাঠক-শিল্পী-সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।
বাতিঘরের প্রধান ৪ পুস্তক বিপণিতে প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বাতিঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাতিঘরে এবার আরও বড় উৎসব করা হবে। হবে পাঠক লেখক শিল্পী সাংবাদিকসহ সব পেশা ও শ্রেণির মানুষের মিলনমেলা। ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ধরে চলবে নানা আয়োজন। তার মধ্যে রয়েছে চার বিভাগীয় শহরে বইমেলা আয়োজন, বই নিয়ে নানা ধরনের অনুষ্ঠান ও প্রকাশনা।
বই বিক্রির পাশাপাশি ২০১৭ সালে বাতিঘর একটি পূর্ণাঙ্গ প্রকাশনা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। ইতোমধ্যে বাতিঘর ৪০০-র বেশি বই প্রকাশ করছে। বাতিঘর ইউরোপ-আমেরিকার প্রকাশকদের সঙ্গে আন্তর্জাতিক চুক্তিতে বই প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর বাংলা একাডেমি অমর একুশে বইমেলায় নানা ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে আসছে বাতিঘর। এ বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ান ক্যাটাগরিতে সবচেয়ে দৃষ্টিনন্দন নকশা ও সজ্জার জন্য শীর্ষ পুরস্কার লাভ করেছে বাতিঘর।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রক শ ব ত ঘর বইম ল
এছাড়াও পড়ুন:
শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) পরিচালিত সিআরসি স্কুল।
এছাড়া স্কুল শিক্ষার্থীদের ষান্মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরষ্কার বিতরণ ও বর্তমান সক্রিয় শিক্ষকদের আইডি কার্ড প্রদান করা হয়।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় বটতলায় এ ফল উৎসবের আয়োজন করে সংগঠনটি। এ সময় অনুষ্ঠানে সিআরসি স্কুলের শিশুদের নিয়ে নানা ধরনের ফলভিত্তিক খেলাধুলা, আনন্দ আয়োজন ও সুস্বাদু ফল ভোজনের ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন:
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
‘আদু ভাই’র নেতৃত্বে ইবি ছাত্রদল, আগ্রহ হারাচ্ছেন কর্মীরা
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) দীর্ঘদিন ধরে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সমাজের প্রতিনিধি ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারা বছরই এদের নিয়ে সমাজ ভাবুক।
সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “দিনব্যাপী এই আয়োজনে শিশুরা ফল চেনে-জানে, খেলাধুলায় অংশ নেয় এবং সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। তারা যেন নিজেদের পরিবারবিহীন না ভাবে, সে লক্ষ্যেই এমন মানবিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটু হাসি ফুটুক। পরীক্ষার ফলাফলের প্রদানের দিনে এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের সকল শিক্ষক।
ঢাকা/তানিম/মেহেদী