প্রশাসনের হস্তক্ষেপে সঞ্চয়ের টাকা ফেরত
Published: 23rd, May 2025 GMT
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের দুস্থ গোষ্ঠী উন্নয়নের (ভিজিডি) কর্মসূচির ১৬০ কার্ডধারী নারী তাদের সঞ্চয়ের অর্থ ফেরত পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুনাফাসহ ১৬০ নারীর সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় পরিচালিত ভিজিডি কর্মসূচির আওতায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ঘিলাছড়া ইউনিয়নের ১৬০ নারীকে ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এর বিপরীতে ২০০ টাকা করে তাদের ব্যাংক হিসাবে সঞ্চয় হিসাবে জমা করা হতো। ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী নারীদের নিজেদের টাকা ব্যাংক হিসাবে জমা করার কথা ছিল। কিন্তু ব্যাংকে যাতায়াতের ভোগান্তি ও অর্থ সাশ্রয়ে নারীরা উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ে মাঠকর্মী শারমিন আক্তারের কাছে টাকা জমা দিতেন।
গত ১৪ মে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শেষ হলে পরদিন নারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তাদের সঞ্চয়ের অর্থ নিতে চাইলে এ সময় তাদের ব্যাংকে গিয়ে খোঁজ নিতে বলা হয়। পরে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে তারা জানতে পারেন, তাদের সঞ্চয়ের অর্থ ব্যাংকে জমা হয়নি। এ সময় মহিলাবিষয়ক কার্যালয়ের মাঠকর্মী শারমিন আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় ভুক্তভোগীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের টনক নড়ে। গত বুধবার বিকেলে নারীদের দুই বছরের সঞ্চয় ও মুনাফার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঘিলাছড়া ইউপি কার্যালয়ে মুনাফাসহ ১৬০ নারীর সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের মাঠকর্মী শারমিন আক্তারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। শারমিনের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খাদিজা খাতুন জানান, সঞ্চয়ের অর্থ সময়মতো ব্যাংকে জমা না দেওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, উপকারভোগী হতদরিদ্র নারীদের সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানে যা করণীয়
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। নতুন হালনাগাদে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।
ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন–সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানের কাজ চলছে।
উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১–এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া