প্রশাসনের হস্তক্ষেপে সঞ্চয়ের টাকা ফেরত
Published: 23rd, May 2025 GMT
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের দুস্থ গোষ্ঠী উন্নয়নের (ভিজিডি) কর্মসূচির ১৬০ কার্ডধারী নারী তাদের সঞ্চয়ের অর্থ ফেরত পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুনাফাসহ ১৬০ নারীর সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় পরিচালিত ভিজিডি কর্মসূচির আওতায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ঘিলাছড়া ইউনিয়নের ১৬০ নারীকে ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এর বিপরীতে ২০০ টাকা করে তাদের ব্যাংক হিসাবে সঞ্চয় হিসাবে জমা করা হতো। ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী নারীদের নিজেদের টাকা ব্যাংক হিসাবে জমা করার কথা ছিল। কিন্তু ব্যাংকে যাতায়াতের ভোগান্তি ও অর্থ সাশ্রয়ে নারীরা উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ে মাঠকর্মী শারমিন আক্তারের কাছে টাকা জমা দিতেন।
গত ১৪ মে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শেষ হলে পরদিন নারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তাদের সঞ্চয়ের অর্থ নিতে চাইলে এ সময় তাদের ব্যাংকে গিয়ে খোঁজ নিতে বলা হয়। পরে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে তারা জানতে পারেন, তাদের সঞ্চয়ের অর্থ ব্যাংকে জমা হয়নি। এ সময় মহিলাবিষয়ক কার্যালয়ের মাঠকর্মী শারমিন আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় ভুক্তভোগীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের টনক নড়ে। গত বুধবার বিকেলে নারীদের দুই বছরের সঞ্চয় ও মুনাফার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঘিলাছড়া ইউপি কার্যালয়ে মুনাফাসহ ১৬০ নারীর সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের মাঠকর্মী শারমিন আক্তারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। শারমিনের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খাদিজা খাতুন জানান, সঞ্চয়ের অর্থ সময়মতো ব্যাংকে জমা না দেওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, উপকারভোগী হতদরিদ্র নারীদের সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাবিরা আকতার ইতি ও সংগিতা রানী নামে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের একজন গলায় ফাঁস দেন এবং অপরজন সড়ক দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) পীরগঞ্জ উপজেলায় এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়া গ্রামের মঈনুদ্দিনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাবিরা আকতার ইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়ন ঘরের বারান্দার তিরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে এ উপজেলার শাটিয়া গ্রামের গবেশ্বরের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সংগিতা রানী গত ১৮ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘‘কি কারণে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজের মারা যাওয়ার খবর পেয়েছি। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/হিমেল/টিপু