যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করলো ইরান
Published: 23rd, May 2025 GMT
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা হলে তার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফারজান মনসুর আব্বাস আরাগচি।
ইসরাইল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এ প্রকাশিত এমন এক রিপোর্টের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ইরান এবং ইসরায়েলের নিকটতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার (২৩ মে) ইতালির রোমে পঞ্চম দফার পারমাণবিক আলোচনায় বসবে। যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মতবিরোধ রয়েছে। ওয়াশিংটনের মতে, এর ফলে পারমাণবিক বোমা প্রস্তুত করা হতে পারে। যদিও ইরান তা অস্বীকার করেছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ফারজান মনসুর আব্বাস বলেন, “ইসরায়েলের ইহুদিবাদী সরকারের যেকোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান সতর্ক রয়েছে এবং যেকোনো হুমকি বা বেআইনি কাজের প্রতি শক্ত জবাব দেবে।”
তিনি বলেন, “ইরান এই ধরনের যেকোনো আক্রমণে ওয়াশিংটনকে দায়ী করবে এবং হুমকি অব্যাহত থাকলে তেহরানকে তার পারমাণবিক স্থাপনা এবং উপকরণ রক্ষার জন্য ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণ করতে হবে।”
যদিও আরাকচি কোন ধরনের পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করে বলেননি।
ঢাকা/নাসিম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু ১৯ সেপ্টেম্বর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দলের সব শাখা, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। গত শুক্র ও শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও সরকারের সংস্কারবিষয়ক আলোচনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। আলোচনায় অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য ও সংগঠকরা।
সভায় সারাদেশে অব্যাহত মব-সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসাসহ দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থরক্ষার ভূমিকা নেওয়ার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ও ১৮ জুলাই ‘শহীদ রেজভী দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।