ক্ষমতার দাপট আর প্রতিশোধের গল্প ‘গুলমোহর’ কতটা জমল
Published: 23rd, May 2025 GMT
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১৫ মে মুক্তি পেয়েছে ‘গুলমোহর’। আট পর্বের সিরিজটির পর্বগুলোর নাম ‘সা’, ‘রে’, ‘গা’, ‘মা’, ‘পা’, ‘ধা’, ‘নি’, ‘সা’। পর্বগুলোর নামের মতোই সিরিজটিতে সুরের সংযোগ আছে, কিন্তু তা খুঁজে পেতে অপেক্ষা করতে হয় মাঝপর্যন্ত। তবে নির্মাতা যখন সৈয়দ আহমেদ শাওকী, তখন এ অপেক্ষা যে যথেষ্ট রোমাঞ্চকর হয়ে ওঠে, তা বলার অপেক্ষা রাখে না। ‘তাকদীর’, ‘কারাগার’-এর মতো আলোচিত থ্রিলার, মিস্ট্রি সিরিজের পর নির্মাতা শাওকী এবার বেছে নিয়েছেন পারিবারিক আবহের গল্প। একটি বাড়িকে কেন্দ্র করে এগিয়ে যায় গুলমোহর। উঠে আসে সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব, নোংরা রাজনীতি আর ক্ষমতার লোভ। শাওকীর সব সিরিজেই এক রহস্যমানব থাকে, তেমন একজন এখানেও আছেন। তাই মাঝখানে একটু গতিমন্থরতায় ভুগলেও পুরো তিন ঘণ্টার সিরিজটি শুরু থেকেই মনোযোগ ধরে রাখে।
একনজরেসিরিজ: ‘গুলমোহর’
পর্বসংখ্যা:৮
জনরা: ড্রামা, মিস্ট্রি
স্ট্রিমিং: চরকি
পরিচালক: সৈয়দ আহমেদ শাওকী
চিত্রনাট্য: সৈয়দ আহমেদ শাওকী ও মারুফ প্রতীক
অভিনয়: সারা যাকের, শাশ্বত চট্টোপাধ্যায়, মোস্তাফিজুর নূর ইমরান, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, সারিকা সাবাহ, মোস্তফা মন্ওয়ার, মীর নওফেল আশরাফী জিসান
রানটাইম: ২৪-২৬ মিনিট
‘গুলমোহর’ মূলত ভারত সীমান্তঘেঁষা এক কাল্পনিক মফস্সল শহর আয়নারহাটের গল্প। এলাকার চেয়ারম্যান সদ্য মারা গেছেন। কিন্তু তাঁর জানাজায় ঘটে এমন এক ঘটনা, তা নিঃশব্দে বুঝিয়ে দেয়, এলাকায় তিনি কতটা ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন। চেয়ারম্যানের চার সন্তান। তাঁর মৃত্যুর পরই সন্তানেরা সম্পত্তি ও ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা করতে শুরু করে।
‘গুলমোহর’ সিরিজের দৃশ্য। চরকির সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু ১৯ সেপ্টেম্বর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দলের সব শাখা, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। গত শুক্র ও শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও সরকারের সংস্কারবিষয়ক আলোচনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। আলোচনায় অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য ও সংগঠকরা।
সভায় সারাদেশে অব্যাহত মব-সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসাসহ দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থরক্ষার ভূমিকা নেওয়ার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ও ১৮ জুলাই ‘শহীদ রেজভী দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।