রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার কেনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, চালকবিহীন রাইডসেবা চালুর জন্য টেসলার নিজস্ব প্রযুক্তি ও সম্পদই যথেষ্ট।

দুই ধরনের চালকবিহীন গাড়ি আনতে পারে টেসলা। এসব গাড়ি টেসলার মালিকানাধীন বা সাধারণ ব্যক্তিগত গাড়ি হিসেবে ব্যবহার করা যাবে। গাড়ির মালিকেরা চাইলে নিজেদের গাড়ি টেসলার মাধ্যমে ভাড়া দিতে পারবেন। এ বিষয়ে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, ‘আমার ধারণা, টেসলার মালিকেরা তাঁদের গাড়ি ভাড়া দিলে যে অর্থ পাবেন, তা লিজের কিস্তির চেয়ে বেশি হতে পারে।’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী মাসে টেসলা যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে তাদের রোবোট্যাক্সি–সেবা চালু করতে যাচ্ছে। ‘এফএসডি আনসুপারভাইজড’ নামের স্বয়ংক্রিয় সফটওয়্যারে চালিত এই গাড়িগুলোর জন্য চালকের প্রয়োজন হবে না। এ বিষয়ে মাস্ক বলেন, ‘শুরুর সপ্তাহে আমরা ১০টি গাড়ি নামাব। এরপর সংখ্যাটি ধাপে ধাপে বাড়িয়ে ২০, ৩০ ও ৪০ করা হবে। কয়েক মাসের মধ্যেই এ সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে।’

প্রসঙ্গত, অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফিনিক্স, অস্টিন ও আটলান্টা শহরে রোবোট্যাক্সি–সেবা দিচ্ছে। অন্যদিকে মোবাইলআই ও মে মোবিলিটির সঙ্গে অংশীদারত্ব করে চলতি বছরেই নিজেদের চালকবিহীন গাড়ি চালুর পরিকল্পনা করছে লিফট। টেসলার এই উদ্যোগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধিকে যেমন আরও বিস্তৃত করবে, তেমনি আয়ের নতুন উৎসও তৈরি করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ