সাতক্ষীরার তালা উপজেলায় খাবার কিনে দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রওশন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে উপজেলার গনেশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে, ওই ঘটনায় শুক্রবার (২৩ মে) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৭। 

আরো পড়ুন:

শিশুকে ‘ইমোশনালি হেলদি’ করার জন্য বাবা-মায়ের করণীয়

দুই মাথা নিয়ে জন্মানো শিশুর ২ ঘণ্টা পর মৃত্যু

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। শিক্ষক ব্যক্তিগত কারণে না পড়ানোয় সে বাড়ি ফিরছিল। গনেশপুর বাজারে আসলে পূর্ব পরিচিত চায়ের দোকানদার রওশন আলী খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে একটি পোল্ট্রি খামারে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।  চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে  শিশুটিকে উদ্ধার করেন। 

এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর বাবা পাটকেলঘাটা থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে মধ্যরাতেই রওশনকে আটক করে পুলিশ।

পাটকেলঘাটা থানার ওসি মো.

মাঈনুদ্দীন বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তারকৃত রওশন আলীর বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জীববৈচিত্র্য টিকিয়ে রাখা পরিবেশের পাশাপাশি অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ

বাস্তুতন্ত্র হারিয়ে যাচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে সুস্থ পরিবেশ বিকাশের প্রক্রিয়া। জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। সুস্থভাবে বাঁচার পরিবেশ পাচ্ছে না। জীববৈচিত্র্য টিকিয়ে রাখা কেবল পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যই নয়, অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও গুরুত্বপূর্ণ। এ কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। একই সঙ্গে যেটুকু টিকে আছে, তা সংরক্ষণে জোরালো ভূমিকা রাখতে হবে। অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ বিষয়টি উপলব্ধি করেছেন। এ জন্য তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ মোজাফ্‌ফর আহমদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ২২ মে। এ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন বৈঠকের সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল।

‘পরিবেশ পুনরুদ্ধার: সময়ের প্রবাহে সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ স্মৃতি সংসদ। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে সকালে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক রওশন জাহান ও মেয়ে ড. সোহেলা নাজনীন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো।

রওশন জাহান বলেন, তিনি দেশ ও দশের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। আজীবন সমতাভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার সাধনা করে গেছেন। বৈঠকে উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সুজনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মোজাফ্‌ফর আহমদ। দীর্ঘদিনের স্মৃতিচারণা করে বলেন, তাঁর সঙ্গে সহজে কথা বলা যেত, তর্ক করা যেত, যুক্তি দেওয়া যেত। যুক্তি গ্রহণযোগ্য হলে তিনি নিজের মত থেকে সরে আসতেন। এই গুণটি তাঁর মতো একজন এত বড়মাপের বুদ্ধিজীবীর মধ্যে দেখা যায় না। পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী, নির্ভীক ও প্রতিবাদী মানুষ।

‘পরিবেশ পুনরুদ্ধার: সময়ের প্রবাহে সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ স্মৃতি সংসদ

সম্পর্কিত নিবন্ধ

  • জীববৈচিত্র্য টিকিয়ে রাখা পরিবেশের পাশাপাশি অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ