বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। লরেন্স বিষ্ণোইয়ের ক্রমাগত হত্যার হুমকি মাথায় নিয়ে কাজ করে গেলেও ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি। গত কয়েক বছরে বেশ কটি সিনেমা উপহার দিলেও বক্স অফিসে সুবিধা করতে পারেননি সালমান। 

চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন রাশমিকা মান্দানা। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোমান্স করলেও তা দর্শকদের মন জয় করতে পারেনি। বরং ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স করে কটাক্ষের শিকার হন। অন্যদিকে, বক্স অফিসে গড়পড়তা আয় করে সিনেমাটি। 

 

আরো পড়ুন:

ষাটে আমিরের প্রেম, ঠাট্টা করলেন সালমান খান

৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান!

সব পেছনে ফেলে নতুন সিনেমার কাজ হাতে নিয়েছেন সালমান খান। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব লাখিয়া। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-চিত্রাঙ্গদা সিং। খবর ইন্ডিয়া টুডের।
  
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “নাম ঠিক না হওয়া সিনেমাটিতে সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং। এটি পরিচালনা করছেন লাখিয়া। ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। সামরিক বাহিনীর বাস্তব ঘটনা অবলম্বেন নির্মিত হচ্ছে এটি। তবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।” 

 

সালমান খানের বয়স এখন ৫৯ বছর, আর চিত্রাঙ্গদার বয়স ৪৮। তাদের বয়সের ব্যবধান ১১ বছর। এ নিয়েও দর্শক নাখোশ হবেন কি না তা, সময় কথা বলবে। তবে নতুন সিনেমার জন্য শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সালমান খান। 

ভারতের রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন চিত্রাঙ্গদা সিং। তবে ছোটবেলা কেটেছে ভারতের বিভিন্ন শহরে। কারণ তার বাবা ছিলেন সেনা কর্মকর্তা, বদলির চাকরি হওয়ার সুবাদে ভারতের নানা প্রান্তে সময় কেটেছে চিত্রাঙ্গদার। গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করে মডেলিং দিয়ে নজর কাড়ার পর বড় পর্দায় দেখা যায় তাকে।

 

২০০৫ সালে সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াশি অ্যায়সি’ দিয়ে বলিউডে পা রাখেন চিত্রাঙ্গদা। প্রথম সিনেমায় অভিনয় করেই জিতে নেন বলিউড মুভি অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। অভিষেকের কিছু দিন পর অভিনয় থেকে ৩ বছরের বিরতি নেন। ফেরেন ‘সরি ভাই’ সিনেমা দিয়ে। ২০০৮ সালে সিনেমাটি মুক্তির পরই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ফলে বক্স অফিসে ভরাডুবি হয়।

শৈল্পিক ঘরানার পাশাপাশি বাণিজ্যিক সিনেমায়ও অভিনয় করেন চিত্রাঙ্গদা সিং। ‘দেশি বয়েজ’, ‘আই, মি অওর ম্যায়’ সিনেমায়ও দেখা গেছে তাকে। তাছাড়াও হিন্দি, তামিল সিনেমার আইটেম গানেও পারফর্ম করেন তিনি।

 

চিত্রাঙ্গদা সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউজফুল ৫’। চলতি মাসে মুক্তি পেয়েছে তারকাবহুল এই সিনেমা। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। ‘রাত আকেলি হ্যায় টু’ সিনেমার কাজও হাতে নিয়েছেন চিত্রাঙ্গদা

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র বয়স

এছাড়াও পড়ুন:

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেলস্টেশনে স্ক্যানার স্থাপন

বাংলাদেশে প্রথমবারের মতো কক্সবাজার রেলস্টেশনে লাগেজ স্ক্যানিং সেবা চালু হলো।

সোমবার (৪ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের আধুনিক স্ক্যানার মেশিন বসানো হয় বলে জানিয়েছেন রেলস্টেশনের টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া।

রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে ওঠার আগে যাত্রীদের লাগেজ স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু শনাক্ত হলে ব্যাগ খুলে পরীক্ষা করা হয়। যাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন।

আরো পড়ুন:

বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি, নিয়মের ব্যত্যয় ঘটেনি: রেল কর্তৃপক্ষ

খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আইকনিক রেলস্টেশনের টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া বলেন, “কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান বেড়েছে। এ প্রবণতা রোধে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। যাত্রীদের অনুরোধ, ট্রেন ছাড়ার অন্তত আধা ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাবেন।”

তিনি জানান, আমেরিকা থেকে আনা এই মেশিন দেশের প্রথম রেলস্টেশনে স্ক্যানার হিসেবে কক্সবাজারে স্থাপন করা হয়েছে। এটি ওষুধজাত দ্রব্য, আগ্নেয়াস্ত্র, মাদক ও চোরাইপণ্য শনাক্ত করতে সক্ষম। শনাক্ত হওয়ার পরই কেবল তল্লাশি করা হয়, যাতে যাত্রীরা বিড়ম্বনার শিকার না হন।

ঢাকাগামী যাত্রী সাইমন ইসলাম বলেন, “নতুন এই উদ্যোগ আমাদের নিরাপত্তা বাড়াবে। তবে অহেতুক হয়রানি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

অপর যাত্রী আরেফা আক্তার বলেন, “পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য এটি স্বস্তির খবর। দ্রুত স্ক্যানিং করা গেলে আরও ভালো হবে।”

২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস, আর কক্সবাজার-চট্টগ্রাম রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে।

ঢাকা/তারেকুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • এক সপ্তাহ পিছিয়ে আসছে নেদারল্যান্ডস
  • দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেলস্টেশনে স্ক্যানার স্থাপন
  • ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত, ৬ কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডলী