বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। লরেন্স বিষ্ণোইয়ের ক্রমাগত হত্যার হুমকি মাথায় নিয়ে কাজ করে গেলেও ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি। গত কয়েক বছরে বেশ কটি সিনেমা উপহার দিলেও বক্স অফিসে সুবিধা করতে পারেননি সালমান।
চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন রাশমিকা মান্দানা। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোমান্স করলেও তা দর্শকদের মন জয় করতে পারেনি। বরং ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স করে কটাক্ষের শিকার হন। অন্যদিকে, বক্স অফিসে গড়পড়তা আয় করে সিনেমাটি।
আরো পড়ুন:
ষাটে আমিরের প্রেম, ঠাট্টা করলেন সালমান খান
৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান!
সব পেছনে ফেলে নতুন সিনেমার কাজ হাতে নিয়েছেন সালমান খান। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব লাখিয়া। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-চিত্রাঙ্গদা সিং। খবর ইন্ডিয়া টুডের।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “নাম ঠিক না হওয়া সিনেমাটিতে সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং। এটি পরিচালনা করছেন লাখিয়া। ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। সামরিক বাহিনীর বাস্তব ঘটনা অবলম্বেন নির্মিত হচ্ছে এটি। তবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।”
সালমান খানের বয়স এখন ৫৯ বছর, আর চিত্রাঙ্গদার বয়স ৪৮। তাদের বয়সের ব্যবধান ১১ বছর। এ নিয়েও দর্শক নাখোশ হবেন কি না তা, সময় কথা বলবে। তবে নতুন সিনেমার জন্য শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সালমান খান।
ভারতের রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন চিত্রাঙ্গদা সিং। তবে ছোটবেলা কেটেছে ভারতের বিভিন্ন শহরে। কারণ তার বাবা ছিলেন সেনা কর্মকর্তা, বদলির চাকরি হওয়ার সুবাদে ভারতের নানা প্রান্তে সময় কেটেছে চিত্রাঙ্গদার। গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করে মডেলিং দিয়ে নজর কাড়ার পর বড় পর্দায় দেখা যায় তাকে।
২০০৫ সালে সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াশি অ্যায়সি’ দিয়ে বলিউডে পা রাখেন চিত্রাঙ্গদা। প্রথম সিনেমায় অভিনয় করেই জিতে নেন বলিউড মুভি অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। অভিষেকের কিছু দিন পর অভিনয় থেকে ৩ বছরের বিরতি নেন। ফেরেন ‘সরি ভাই’ সিনেমা দিয়ে। ২০০৮ সালে সিনেমাটি মুক্তির পরই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ফলে বক্স অফিসে ভরাডুবি হয়।
শৈল্পিক ঘরানার পাশাপাশি বাণিজ্যিক সিনেমায়ও অভিনয় করেন চিত্রাঙ্গদা সিং। ‘দেশি বয়েজ’, ‘আই, মি অওর ম্যায়’ সিনেমায়ও দেখা গেছে তাকে। তাছাড়াও হিন্দি, তামিল সিনেমার আইটেম গানেও পারফর্ম করেন তিনি।
চিত্রাঙ্গদা সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউজফুল ৫’। চলতি মাসে মুক্তি পেয়েছে তারকাবহুল এই সিনেমা। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। ‘রাত আকেলি হ্যায় টু’ সিনেমার কাজও হাতে নিয়েছেন চিত্রাঙ্গদা
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা
বিশ্ববিদ্যালয়ের একটি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নেই অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ৩২ বছরের মধ্য এ ঘটনার প্রথমবারের মতো ঘটল যে কোনো র্যাংকিংয়ে জায়গা পেল না অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। দ্য টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ এ প্রথম তিনে জায়গা পায়নি এ দুই বিশ্ববিদ্যালয়।
এদিকে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম ও কেমব্রিজ তৃতীয় স্থানে রয়েছে।
গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) তালিকার শীর্ষেই আছে। এরপরে দ্বিতীয় স্থানে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে ডারহাম বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫যুক্তরাজ্যর গণমাধ্যমে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে চতুর্থ স্থানে আছে, যা গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান দুটিকেই সেরা তিনের বাইরে ঠেলে দিয়েছে। ৩২ বছর ধরে করা এই গুড ইউনিভার্সিটি গাউড প্রথমবার এমনটা হলো যে অক্সফোর্ড ও কেমব্রিজ প্রথম তিনে নেই।
গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ। গত বছরই লন্ডন স্কুল অব ইকোনমিকস চতুর্থ স্থান প্রথম স্থানে চলে এসেছিল। গত বছর সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়; যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ দুটোই একধাপ নিচে নেমে গিয়েছিল।
পঞ্চম স্থান থেকে তৃতীয়তে উঠে আসা ডারহাম বিশ্ববিদ্যালয়কে এবার ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়