১০ জনের দল নিয়েও দুর্দান্ত জয় রিয়ালের
Published: 23rd, June 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। একইসঙ্গে এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে রিয়াল। পাশাপাশি রিয়ালের কোচ হিসেবে প্রথম জয় তুলে নিয়েছেন জাবি আলোনসো।
এই ম্যাচে রিয়ালকে খেলতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে ও কয়েকজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ছাড়া। অসুস্থতার কারণে দলে ছিলেন না এমবাপ্পে, আর ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি রুডিগার ও মিলিতাও। এমন পরিস্থিতিতে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন গঞ্জালো গার্সিয়া, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে।
তবে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। সপ্তম মিনিটে তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় আলোনসোর দলকে। ৩৫ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে লিড নেয় রিয়াল। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে গঞ্জালো গার্সিয়ার পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। ৭০ মিনিটে তৃতীয় গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। পাচুকা অবশ্য ৮০ মিনিটে একটি গোল শোধ করে, তবে ম্যাচে ফিরে আসার মতো যথেষ্ট ছিল না সেটি।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ছিল পাচুকা। তারা ম্যাচে ২৫টি শট নেয়, যেখানে রিয়ালের শট সংখ্যা ছিল মাত্র ৮টি। বল দখলেও ছিল সামান্য এগিয়ে। তবে কার্যকারিতায় এগিয়ে থেকেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে রিয়াল দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ। আল হিলাল ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং পাচুকা ১ পয়েন্টে চতুর্থ অবস্থানে।
এদিকে ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে মরক্কোর ওয়াইদাদ কাসাব্লাঙ্কাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ম্যাচে জোড়া গোল করেছেন তরুণ ফরোয়ার্ড কেনান ইয়েলদিজ। একটি গোল করেছেন দুসান ভ্লাহোভিচ এবং আরেকটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
সংবিধান ও আইন অনুযায়ী সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি
জুলাই জাতীয় সনদের যে সব বিষয় ঐকমত্য হয়েছে, তার আইনানুগ বাস্তবায়নে এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি অংশ নেওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন:
ঐকমত্য কমিশন কী হলো না হলো কিছু আসে যায় না: আমীর খসরু
উপদেষ্টারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন: ফখরুল
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় আলোচনাক্রমে নিম্ন লিখিত প্রস্তাব গৃহিত হয়-
জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্টসহ যে সকল বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, আমরা তার অংশীদার হিসাবে সনদে বর্ণিত সকল বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।
সর্বসম্মতভাবে গৃহিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সকল অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ ১৬ বছরের অবিরাম লড়াই ও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে।
বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্যকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্ট করে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না।
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ