সাবেক সিইসিকে লাঞ্ছনার ঘটনায় আসকের নিন্দা
Published: 23rd, June 2025 GMT
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা কে এম নূরুল হুদাকে প্রকাশ্যে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই ঘটনাকে দেশের সংবিধান, মানবাধিকার এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
সোমবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা সংবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২২ জুন রাজধানীর উত্তরা এলাকায় কে এম নূরুল হুদার ওপর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বেআইনি সমবেত হয়ে গলায় জুতার মালা পরিয়ে তাকে মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাটি স্পষ্টভাবে দেখা গেছে।
বিবৃতিতে আসক জানায়, কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও তার নিষ্পত্তির একমাত্র পথ হলো সংবিধান ও প্রচলিত আইনের নির্ধারিত প্রক্রিয়া। বিচারব্যবস্থার বাইরে গিয়ে কাউকে অপমান বা শারীরিকভাবে লাঞ্ছিত করা কেবল ব্যক্তি অধিকার লঙ্ঘনই নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে।
আসকের মতে, এই ধরনের ‘মব জাস্টিস’ বা গোষ্ঠীগত সহিংসতা যদি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে পড়ে নিয়মিত ঘটে, তাহলে তা ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথকে আরও বিপণ্ন করবে এবং আইনের শাসনের বদলে সহিংস সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ইঙ্গিত বহন করে।
আসক আরও উল্লেখ করে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অতীতে এ ধরনের অনেক ঘটনায় দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
আসক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার হাতে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে মাঝে-মধ্যে সতর্কতা উচ্চারণ করা হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ দৃশ্যমান নয়। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা এসব সহিংস গোষ্ঠীর অপকর্মে পরোক্ষ সহায়তা দিচ্ছে বলেই মনে করছে আসক।
বিবৃতিতে বলা হয়, কে এম নূরুল হুদা রাষ্ট্রের একজন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা। তাকে এভাবে লাঞ্ছিত করা কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং এটি রাষ্ট্রীয় মর্যাদা এবং আইনের শাসনেরও লঙ্ঘন। এই ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধ করতে না পারলে তা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের ওপর গভীর আঘাত হানবে। রাষ্ট্রকে অবশ্যই কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঘটন য়
এছাড়াও পড়ুন:
উপদেষ্টার সঙ্গে বৈঠক, আন্দোলনরত ‘তথ্য আপা’দের কর্মস্থলে ফেরার আহ্বান
টানা ৭২ দিন রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনের পর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে বৈঠক করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মকর্তা–কর্মচারীরা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে একটি প্রতিনিধিদলের আলোচনা হয়। এ সময় উপদেষ্টা আন্দোলনরতদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
ঝালকাঠি সদরের তথ্যসেবা কর্মকর্তা ও আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি সংগীতা সরকার প্রথম আলোকে বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, উপদেষ্টা বলেছেন, আগামী সপ্তাহে তথ্য আপা প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাঁদের কাজে ফিরে যেতে বলেছেন উপদেষ্টা।
অবশ্য উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘এই সরকার কোনো প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তর করছে না। তাই এ ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। তাঁদের জন্য বিকল্প কী প্রস্তাব নেওয়া যায়, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। সেই বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে তাঁদের জানিয়েছি।’
২০১১ সালে পাইলট আকারে ১৩টি উপজেলায় তথ্য আপা প্রকল্প শুরু হয়। পরে ২০১৮ সালের শেষ দিকে ৪৯২টি উপজেলায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। ২০২২ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে তা দুই বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন করা হয়। গত বছর আরও এক বছর বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় মহিলা সংস্থা’র বাস্তবায়ন করা এ প্রকল্পের পুরো নাম ছিল ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য-যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘তথ্য আপা: তথ্য-যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প’।