পাট খাতের উন্নয়নে টেকসই বাজার প্রবেশ প্রশিক্ষণ কর্মসূচি
Published: 2nd, July 2025 GMT
বাংলাদেশের পাট খাতকে টেকসই ও বৈচিত্র্যময় করে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সহজতর করতে শুরু হলো ‘টেকসই বাজার প্রবেশ প্রশিক্ষণ কর্মসূচি’।
বুধবার (২ জুলাই) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেনেভা-ভিত্তিক বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উন্নত সমন্বিত কাঠামো (ইআইএফ) এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন হয়।
ইআইএফ ও আইটিসির যৌথ কারিগরি সহায়তায় বাস্তবায়িত এ কর্মসূচিতে জাতীয় বাস্তবায়ন ইউনিট হিসেবে দায়িত্ব পালন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগ।
আরো পড়ুন:
জুলাই আন্দোলন নিয়ে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি
দাবি না মানলে এনবিআরের সব দপ্তর হবে ‘কমপ্লিট শাটডাউন’
পাটখাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পাটজাত পণ্যের বৈচিত্র্য আনয়ন, মানের টেকসই রক্ষা, পণ্যের পরিচিতি ও বিপণন কৌশল বিষয়ে দক্ষতা বৃদ্ধি- এই তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এ কর্মসূচির মধ্যে রয়েছে ধারাবাহিক অনলাইন প্রশিক্ষণ, একক পরামর্শ প্রদান সেশন এবং একটি তিন দিনব্যাপী সরাসরি ও ব্যবহারিক কর্মশালা।
কর্মসূচির অংশ হিসেবে ‘শিল্পের বর্তমান অবস্থা’ শীর্ষক প্রথম সেমিনারটি পাটজাত পণ্য বৈচিত্র্যকরণ প্রচার কেন্দ্রের (জেডিপিসি) অডিটরিয়ামে সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্মে একযোগে অনুষ্ঠিত হয়। সরাসরি ১০০ জন এবং অনলাইনে ১৪৫ জন অংশগ্রহণকারী এতে যুক্ত হন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উদ্যোক্তা, রপ্তানিকারক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ও ইআইএফ এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড.
প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মি. ডুক ড্যাং। পাট খাতের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল উপস্থাপনা দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসা কৌশল বিশেষজ্ঞ মিস টারা মুলহেয়ার।
আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের পাটখাতভিত্তিক উদ্যোক্তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে আরো বেশি সক্ষম হবেন এবং দেশের রপ্তানি সম্ভাবনা আরো বাড়বে।
ঢাকা/এএএম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি
চাকরির সাক্ষাৎকার নিয়ে তরুণ-তরুণীদের বড় চিন্তা থাকে—কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, কীভাবে প্রশ্নের উত্তর দেবেন, আর সেই চাপ সামলাবেন কেমন করে। এবার সেই প্রস্তুতিতে যোগ হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি।
যুক্তরাজ্যের বার্কশায়ারের স্লাউ শহরে অবস্থিত সলথিল ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান তরুণদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী ৩৫ জনকে বিনা খরচে এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ভিআর হেডসেটের মাধ্যমে অংশগ্রহণকারীরা মক ইন্টারভিউর অভিজ্ঞতা নিতে পারবেন, যেন তাঁরা বাস্তবেই একটি সাক্ষাৎকার কক্ষে বসে আছেন।
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা২২ ঘণ্টা আগেসলথিল ডিজিটালের পরিচালক বেন মিচেল বলেন, ‘আমরা চাই তরুণেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আত্মবিশ্বাসী হোক। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভিআর দিয়ে আমরা মক ইন্টারভিউ নেব, কভার লেটার ও সিভি লেখায় সহায়তা করব। এতে যেকোনো তরুণ চাকরির জন্য প্রস্তুত হতে পারবে।’
বাস্তবের মতো অভিজ্ঞতা
প্রশিক্ষণে ৩৬০ ডিগ্রি ক্যামেরায় পুরো মক ইন্টারভিউ ধারণ করা হবে। পরবর্তী সময়ে সেই ভিডিও ভিআর হেডসেটে চালানো হবে। ফলে অংশগ্রহণকারীরা আবারও পুরো প্রক্রিয়া দেখে নিজের ভুলগুলো খুঁজে নিতে পারবেন। মিচেল বলেন, ‘এভাবে যাঁরা অংশ নেবেন, তাঁরা মনে করবেন আসলেই সাক্ষাৎকার দিচ্ছেন। এতে ভয় বা নার্ভাসনেস অনেকটাই কমে যাবে।’
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ঝালকাঠিতে নিয়োগ, পদ ৪৫২৯ সেপ্টেম্বর ২০২৫ভিআর হেডসেটের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি হলে বাড়িতে বসেই দেওয়া যাবে চাকরির পরীক্ষা