নন্দিত গীতিকবি, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। গানের ভুবনে সবসময়ই সরব তিনি। নানামাত্রিক গানের পাশাপাশি বিশেষ দিবস ও বিষয়ভিত্তিক গানও করে থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। 

এবার শফিক তুহিন গাইলেন রবীন্দ্রসংগীত। বিশ্বকবির ৮৪তম মহাপ্রয়াণ দিবস ৬ আগস্ট। এই উপলক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করে ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তিনি। গানটিতে শফিক তুহিনের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান।  

গানটির সংগীতায়োজন করেছেন সালমান জেইম। গানটি নিয়ে ভিডিও নির্মাণ করা হয়েছে। শুভব্রত সরকারের পরিচালনায় এতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। গানের পাশাপাশি ভিডিওতে দেখা যাবে শফিক তুহিন ও বন্নি হাসানকে।  

আরো পড়ুন:

দেড় যুগেও গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা, বিনষ্ট হচ্ছে পরিবেশ

বীরদের উৎসর্গ করে জুলাইয়ের গল্প শোনালেন সায়ান

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। 

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, “ছোটবেলা থেকেই আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছে। সেই থেকে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জানতে ও বুঝতে শুরু করি তার সৃষ্টির প্রতি অনন্য ভালোবাসা সৃষ্টি হয়েছে। তাই বিশ্বকবির প্রয়াণ দিবসে গানের মাধ্যমে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সব মিলিয়ে শ্রোতাদের ভালোই লাগবে আমার বিশ্বাস।” 

উল্লেখ্য, প্রায় ৬ বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়নশিপে সেরা শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়

‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ’ গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘পিএক্স ইস্পোর্টস’ দল। প্রতিযোগিতায় ২০২৫ সালের ‘পিএমসিসি ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়ন’ ও ‘ইউনিভার্সিটি ক্ল্যাশ চ্যাম্পিয়ন’ শিরোপাও জিতেছে দলটি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ গেমিং প্রতিযোগিতার আয়োজন করে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬০০টির বেশি দলে অংশ নেন। অনলাইন রাউন্ডের বাছাই শেষে গত সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ গেমিং প্রতিযোগিতায় শীর্ষ ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড ও ইনফিনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিযোগিতার বিষয়ে ইনফিনিক্সের এক মুখপাত্র বলেন, ‘এটা কেবল একটি গেমিং টুর্নামেন্ট নয়; বরং তরুণদের আত্মপ্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা দেখেছি, কীভাবে প্রতিটি ক্যাম্পাস থেকে তরুণেরা উঠে এসেছেন জাতীয় মঞ্চে। পিএমসিসির মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি, যেখানে গেমিং শুধুই বিনোদন নয়, এটি হতে পারে নেতৃত্ব, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের মাধ্যম।’

সম্পর্কিত নিবন্ধ