সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা (তালিকা)
Published: 23rd, September 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ছেলে ও ভাতিজার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে নারায়ণগঞ্জে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড হয় আদালতের নির্দেশে।
জানা যায়, গত বছর ১৯ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত মো.
পুলিশ জানায়, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৫৯ জনের। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকেও আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন,:
১। এ কে এম শামীম ওসমান, (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪)
২। শাহ নিজাম (যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামীলীগ),
৩। আজমেরী ওসমান (শামীম ওসমানের ভাতিজা),
৪। অয়ন ওসমান (শামীম ওসমানের ছেলে),
৫। জাকির হোসেন চেয়ারম্যান (আওয়ামীলীগ নেতা, আলিরটেক, নারায়ণগঞ্জ সদর উপজেলা),
৬। বিল্লাল হোসেন (ডিক্রিরচর, নারায়ণগঞ্জ সদর),
৭। তাওলাদ হোসেন (নারায়ণগঞ্জ সদর),
৮। রিফাত (নবীগঞ্জ, টি হোসেন রোড, বন্দর),
৯। আমির হোসেন (নবীগঞ্জ, টি হোসেন রোড, বন্দর),
১০। মো: জুলহাস (যুবলীগ, নাসিক ৬নং ওয়ার্ড আইলপাড়া),
১১। গোলাম হোসেন (নবীগঞ্জ, টি হোসেন রোড, বন্দর),
১২। অনিক (ছাত্রলীগ ক্যাডার, নাসিক ৬নং ওয়ার্ড আইলপাড়া),
১৩। ইমতিয়াজ আহমেদ (ফুলবাগ, ফতুল্লা),
১৪। আলমগীর কবির (দেওভোগ, নাগবাড়ি),
১৫। মো: বাবুল (যুবলীগ আর্মস ক্যাডার, নাসিক ৬নং ওয়ার্ড আইলপাড়া),
১৬। শরিফ হাজী (৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, গোপচর, আলিরটেক, নারায়ণগঞ্জ সদর),
১৭। মো: শরিফ হোসেন (যুবলীগ ক্যাডার, নাসিক ৬নং ওয়ার্ড আইলপাড়া),
১৮। সামসুদ্দিন (ফুলবাড়, ফতুল্লা),
১৯। মিসেস সাগরিকা (মহিলা আওয়ামীলীগ নেত্রী, কোতালের বাগ, ফতুল্লা),
২০। ফিরোজ মেম্বার (গোপচর, আলিরটেক, নারায়ণগঞ্জ সদর),
২১। নেকবর বেপারি (মুক্তারকান্দি, আলিরটেক, নারায়ণগঞ্জ সদর),
২২। শাহিন রাজু মেম্বার (মুক্তারকান্দি, আলিরটেক, নারায়ণগঞ্জ সদর),
২৩। মো: অহিদ উল্লাহ (আওয়ামীলীগ নেতা, কোতালেরবাগ, ফতুল্লা),
২৪। আবু আলিক মাসুম (কদমতলী দক্ষিনপাড়া, সিদ্ধিরগঞ্জ),
২৫। মো: হোসেন (ফাজেলপুর, এনায়েতনগর, সিদ্ধিরগঞ্জ),
২৬। মো: জীবন (কদমতলী নয়াপাড়া, ৭নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ),
২৭। নাদিমুল ইসলাম নয়ন (ভাঙ্গারীপুল, বারিপাড়া, ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ),
২৮। নাদিম (স্বেচ্ছাসেবকলীগ নেতা, আদমজী বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ),
২৯। জমির বার্বচি (যুবলীগ ক্যাডার. আদমজী বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ),
৩০। রমজান (আওয়ামীলীগ নেতা, আদমজী বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ),
৩১। হীরা (ফুলবাগ, ফতুল্লা),
৩২। জাকির মেম্বার (যুবলীগ নেতা, আলিরটেক, নারায়ণগঞ্জ সদর),
৩৩। মো: সোহেল (স্বেচ্ছাসেবকলীগ নেতা, ১নং বাবুরাইল, ফতুল্লা),
৩৪। মো: উজ্জল (যুবলীগ নেতা, ১নং বাবুরাইল, ফতুল্লা),
৩৫। শায়লা বেগম (যুব মহিলালীগ নেত্রী, আইলপাড়া, ৬নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ),
৩৬। সজিব (ছাত্রলীগ নেতা, কোতালেরবাগ, ফতুল্লা),
৩৭। মো: নুরুজ্জামান (আওয়ামীলীগের অর্থ যোগানদাতা, ৬৩ পশ্চিম রায়েরবাগ, যাত্রাবাড়ি),
৩৮। মো: আল আমিন (ফুলবাগ, ফতুল্লা),
৩৯। মেহেদী হাসান সম্রাট (আদমজী, ৬নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ),
৪০। মো: শহিদুল্লাহ বাপ্পি (ছাত্রলীগের আর্মস ক্যাডার, আইলপাড়া দক্ষিন মোজারবাড়ি, সিদ্ধিরগঞ্জ),
৪১। দুলাল হোসেন ওরফে লালন (যুবলীগের আর্মস ক্যাডার, আইলপাড়া দক্ষিন মোজারবাড়ি, সিদ্ধিরগঞ্জ),
৪২। মো: সেলিম (যুবলীগ ক্যাডার, আইলপাড়া দক্ষিন মোজারবাড়ি, সিদ্ধিরগঞ্জ),
৪৩। পবিত্র চন্দ্র মন্ডল (নাওরা, ১নং ওয়ার্ড, কায়েতপাড়া, রুপগঞ্জ),
৪৪। জামাল (বারপাড়া, বন্দর),
৪৫। সায়েম (রাজবাড়ি, সমাজকল্যান, বন্দর),
৪৬। আল আমিন (বন্দর কলোনী, বন্দর),
৪৭। মাজেদুল ইসলাম মামুন রিদয় (বন্দর, নারায়ণগঞ্জ),
৪৮। খোন ভেন্ডার (কায়তাখালি, নবীগঞ্জ, বন্দর),
৪৯। অজিত সরকার (নাওরা, ১নং ওয়ার্ড, কায়েতপাড়া, রুপগঞ্জ),
৫০। সুচিত্র সরকার (নাওরা, ১নং ওয়ার্ড, কায়েতপাড়া, রুপগঞ্জ),
৫১। হাজি সফিউল্লাহ (৮নং ওয়ার্ড, বন্দর),
৫২। হাজেরা আক্তার মুক্তা (যুব মহিলালীগ সম্পাদক,দেলপাড়া, আদর্শনগর, ফতুল্লা),
৫৩। একরামুল ইসলাম (আওয়ামীলীগ নেতা, পাচানি পিরোজপুর, সোনারগাঁও),
৫৪। নাদের মিয়া (ষোল্লাপাড়া,বড়নগর, সোনারগাঁও),
৫৫। ছয়পুর রহমান (রসুলপুর, কুড়িগ্রাম সদর),
৫৬। মো: মানিক (কোতালেরবাগ, ফতুল্লা),
৫৭। আব্দুস সালাম সাজ্জাদ (৩নং ওয়ার্ড, নিমাইকাশারী, সিদ্ধিরগঞ্জ),
৫৮। ফারুক প্রধান (২৭ নং ওয়ার্ড, বন্দর),
৫৯। মনির হোসেন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিকলীগ, ২৭নং ওয়ার্ড, বন্দর),
এছাড়াও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশে এই হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিদান হোসেন গত বছরের জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সদর আওয় ম ল গ ন ত স দ ধ রগঞ জ শ ম ম ওসম ন য বল গ
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতর্কতামূলক প্রচারাভিযান
'মশার উৎসস্থল ধ্বংস করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি'-এমন স্লোগান নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সর্তকবার্তা ছড়িয়ে দিয়ে প্রচারাভিযানে নেমেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আগামী সাত কর্মদিবস প্রচারণামূলক কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে এ প্রচারাভিযান শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডেই বৃহস্পতিবার সকাল থেকে সতর্কবার্তা নিয়ে মাইকিং করা হয়।
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নাজুক। তবুও অনেক জায়গায় নাগরিকদের সচেতনতার অভাব দেখা গেছে। নগরবাসীকে সচেতন ও সতর্ক করতেই আমাদের এ আয়োজন। এছাড়া সকাল বিকাল নিয়মিত ঔষধ ছিটানো হচ্ছে।
সিটি কর্পোরেশন সূত্র আরও জানায়, আগামী সাত কর্মদিবস সতর্ক করার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে। ওইসময় কারো বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিটি কর্পোরেশন থেকে প্রচারিত ঘোষনায় বলা হয়, ডেঙ্গু থেকে আমাদের সুরক্ষার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এডিস মশা সাধারণত ঘরের ভেতরে ও আশেপাশের জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে।
তাই বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদিসহ পরিত্যক্ত যে কোনো পাত্রে পানি জমা থাকলে প্রতি তিনদিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করুন।
বাড়ির আঙ্গিনা, ছাদ, বারান্দা, গ্যারেজের কোথাও পানি জমতে দিবেন না এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলুন।