মিরপুরে আগুনে ৯ জনের লাশ উদ্ধার, এখনো তল্লাশি চলছে
Published: 14th, October 2025 GMT
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ভাষ্য মতে, রাসায়নিকের গুদামের আগুন এখনো নেভেনি। পোশাক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণচেষ্টার পাশাপাশি সেখানে তল্লাশি চালানো হচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিয়ালবাড়িতে তিন তলা ভবনে থাকা ‘আনোয়ার ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদামে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
আগুনে আটকে পড়া স্বজনের খোঁজ না পেয়ে শোকে পাথর হয়ে যান এই নারী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাংবাদিক সেন্টুর শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম
দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকা দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও ছড়াকার সাব্বির আহাম্মেদ সেন্টুর শারীরিক খোঁজ খবর নিতে তার বাসায় ছুটে এসেছেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার বাসভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে এসে তারা এ খোঁজখবর নেন ।
ওই সময় সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকা বিজয় পত্রিকার সম্পাদক ও ছড়াকার সাব্বির আহাম্মেদ সেন্টুর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি.এম. সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আমির হোসেন, বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের সদস্য মেহেদী হাসান রিপন ও মনজুর আহমেদ মুন্না প্রমুখ।
উল্লেখ্য,দৈনিক বিজয় পত্রিকা সম্পাদক ও ছড়াকার সাব্বির আহাম্মেদ সেন্টু গত ১ সপ্তাহ ধরে প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে তার বাসায় চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি দিকে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।