ছবি: এএফপি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ভবিষ্যৎ তারকা’ খুঁজে পেয়েছেন বাটলার

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে গত রাতে জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে মেয়েরা। পুরো ম্যাচই চট্টগ্রাম থেকে দেখেছেন জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার। মেয়েরা জিততে না পারলেও খুশি বাটলার। কয়েকজনের পারফরম্যান্সে মুগ্ধ তিনি, খুঁজে পেয়েছেন ‘ভবিষ্যতের তারকা’ও।

এশিয়ান কাপ সামনে রেখে চট্টগ্রামের কোরিয়া ইপিজেডে চলছে আফঈদা খন্দকার-মোসাম্মত সাগরিকাদের ক্যাম্প। সেখান থেকে মুঠোফোনে আজ প্রথম আলোকে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস, মামণি চাকমা ভবিষ্যতে একজন তারকা খেলোয়াড় হতে পারে, যদি তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং নিজের প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়া হয়।’

মামণি ১০ নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত। সে খুবই প্রতিভাবান, মানসিকভাবে দৃঢ়।পিটার বাটলার, কোচ, বাংলাদেশ নারী ফুটবল দল

মামণিকে প্রতিভাবান ফুটবলার হিসেবে উল্লেখ করে বাটলার আরও বলেন, ‘মামণি ১০ নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত। সে খুবই প্রতিভাবান, মানসিকভাবে দৃঢ়। আলফি, থুইনু মারমা ও উম্মে কুলসুমও ভালো খেলেছে।’

পরশু জর্ডানের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততের পারেনি বাংলাদেশ অ–১৭ দল

সম্পর্কিত নিবন্ধ