আবার বেড়েছে সোনার দাম, ভরি ২ লাখ ৮ হাজার টাকা
Published: 11th, November 2025 GMT
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বাড়ছে সোনার দাম। এ দফায় ভরিতে বাড়বে ৪ হাজার ১৮৮ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ২ লাখ ৮ হাজার টাকা। আগামীকাল বুধবার থেকে এই দর কার্যকর হবে।
জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে সর্বশেষ গতকাল সোনার দাম বেড়েছিল। তখন ভরিপ্রতি দাম বেড়েছিল ৩ হাজার ১০৬ টাকা। তার আগে বৈশ্বিক বাজারে দাম নিম্নমুখী থাকায় দেশে এক সপ্তাহে সোনার দাম কমেছিল ভরিপ্রতি ২৩ হাজার টাকা। তাতে সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে যায়। তারপর আবার একলাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়লে প্রতি ভরি ২ লাখ টাকা ছাড়িয়ে যায়।
নতুন দাম অনুযায়ী, কাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ১৮৮ টাকা বেড়ে হবে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৪ হাজার ১ টাকা বেড়ে ১ লাখ ৯৯ হাজার টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ৪১৮ টাকা বেড়ে ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা দাঁড়াবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বেড়ে হবে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।
আজ মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ১ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ ক য র ট র
এছাড়াও পড়ুন:
২০২৬-এ শেষ বিশ্বকাপ, রোনালদো জানালেন ফুটবল ছাড়ার সময়ও
আগামী বছর বয়স হবে ৪১। সেই বয়সেই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘এটাই হবে শেষ বিশ্বকাপ’—নিজেই জানিয়ে দিলেন পর্তুগিজ তারকা।
পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবে চলমান ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে রোনালদো বলেন, ‘অবশ্যই (আমার) শেষ বিশ্বকাপ হবে এটা। কারণ, তখন আমার বয়স হবে ৪১।’
সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে রোনালদো বলছিলেন, ‘শিগগিরই’ ফুটবল ছাড়বেন। এবার আরও স্পষ্ট করে বললেন, ‘শিগগির বলতে আমি এক-দুই বছরের কথা বলেছি।’
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে শেষ দুই ম্যাচে পর্তুগালের দরকার মাত্র দুই পয়েন্ট। আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতেই সে কাজটা সেরে ফেলতে পারবে—এমনটাই আশা।
রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে